হ্যান্ড ব্যাগটির দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ব্যাগটির দাম নাকি একটি ছোটোখাটো গাড়ির দামের থেকেও বেশি। ‘বোটেগা ভেনেটা’ ব্র্যান্ডের হ্যান্ড ব্যাগটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৬০ হাজার টাকার সমান ৷
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘ফোর সিজনস’ রেস্টুরেন্টে দেখা যায় প্রিয়াঙ্কা এবং নিককে। দুজনেই বেশ নামিদামি ব্র্যান্ডের পোশাক পরে ছিলেন। সে সময়ই ক্যামেরায় ধরা পরে তাঁর ব্র্যান্ডেড হ্যান্ড ব্যাগটি। আর সঙ্গে সঙ্গেই এই ব্যাগের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
advertisement
এর আগে বলিউড নায়িকাদের হ্যান্ড ব্যাগ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। ভারতীয় আরেক জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ফেন্ডি মনস্টারের যে ব্যাগ ব্যবহার করেন, তার মূল্য এক লক্ষ টাকা।
Location :
First Published :
June 15, 2018 8:51 PM IST