প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় বলেছেন সিঙ্গাপুর ও ভারতকে কাছাকাছি আনতে ইন্ডিয়ান হেরিটেজের এক বড় প্রয়াস ৷ রুপে কার্ডের মাধ্যমে তিনি এখানে লেনদেন করেছেন ৷ আগে হলে তা সম্ভব হতই না ৷
মধুবনী পেন্টিং বা মিথিলা কলা মূলত ভারত ও নেপালেই প্রচলিত আছে ৷ প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে ভিম, রুপে ও এসবিআই এর শুভ সূচনাও করেছেন ৷ সেই প্রসঙ্গে তিনি বলেছেন এই অ্যাপের বিদেশে শুভ সূচনা এক প্রকার ডিজিট্যাল ইন্ডিয়ারই বহিঃপ্রকাশ বটে ৷
advertisement
ভারতে ৮ নভেম্বর ২০১৬ মধ্যরাত থেকে হওয়া নোটবন্দির পরেই ডিজিট্যাল ইন্ডিয়ার বহিঃপ্রকাশ ঘটেছিল ৷ সরকারও ডিজিট্যাল লেনদেনের ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিলেন ৷ প্রধানমন্ত্রীর আশা এই ভাবেই আস্তে আস্তে ডিজিট্যাল ইন্ডিয়ার সঞ্চার ঘটবে সারা দেশের সঙ্গে বিশ্ব বাজারেও ৷
আরও পড়ুন : কঠিন চ্যালেঞ্জে নীতীশ-উদ্ভব, লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে না বিপক্ষে