আরও পড়ুন : NRC নিয়ে আজ সোনিয়া-রাহুল থেকে কেজরিওয়াল, দেবগৌড়ার সঙ্গেও বৈঠকের সম্ভাবনা মমতার
আসুন একবার জেনে নেওয়া যাক প্রতীক হাজেলা সম্বন্ধে ৷ ৪৮ বছরের প্রতীক ১৯৯৫ সালের ব্যাচের আইএএস অফিসার ৷ মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা ৷ ছোটবেলা ও লেখাপড়া তাঁর সেখানেই ৷ হাজেলা অসম-মেঘালয়ের প্রশাসনের উচ্চ প্রর্যায়ে আসীন ৷ ১৯৯২ সালে আইআইটি দিল্লি থেকে বিটেক পাশ করেছিলেন তিনি ৷
advertisement
আরও পড়ুন : অসম NRC নিয়ে উত্তাল গোটা দেশ, জানেন কী এই NRC?
৩০ জুলাই ২০১৮ পেশ করা দ্বিতীয় তথা শেষ খসড়ায় প্রকাশিত হয়েছে সেখানে ৩.২৯ মোট জনসংখ্যার ২.৯০ কোটি বৈধ নাগরিক হিসাবে উল্লেখ করা হয়েছে ৷ চূড়ান্ত খসড়ায় প্রায় ৪০ লক্ষ মানুষের নাম নেই ৷ মঙ্গলবার সুপ্রিমকোর্ট জানিয়েছে সে ৪০ লক্ষ মানুষের নাম চূড়ান্ত খসড়ায় নেই তাঁদের বিরুদ্ধে কোনও রকমের আইনি পদক্ষেপ নেওয়া হবেনা ৷
আরও পড়ুন : NRC Assam: কাল শিলচরে তৃণমূল, বোরো-বিরোধিতা শুরু
সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে ১৯৭১ সালের ৩১ জুলাই জনগণনাকে সামনে রেখে এই কঠিন কাজে তাঁকে নামতে হয়েছিল যেখানে প্রতিটি গন্ডগোলের অভিযোগ করা হয়েছে ৷ সেখান থেকে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে জনগণনার কাজ একাধিকবার, একাধিক ভাবে, একাধিক দলের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে ৷ প্রতিটি পর্যায়ে প্রতিটি বিশেষজ্ঞের অধীনে ছিল এক একটি দল ৷ একবার নয় কাজ করার আগে বহুবার খতিয়ে দেখা হয়েছে প্রতিটি তথ্য ও তথ্যসূত্র ৷
তবুও তাঁর কাজ শেষে প্রশ্ন চিহ্ন উঠেছে বিস্তর ? সারা দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন ৷ তবে প্রতীক হাজেলা যে একটি গুরু দায়িত্ব সামলেছেন সেই বিষয়ে কোনও সন্দেহই সন্দেহ নয় ৷