TRENDING:

রাহুলের ইফতার পার্টিতে চাঁদের হাট, উপস্থিত প্রণবও

Last Updated:

প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে যোগদান ৷ এরপরই তোলপাড় হয়ে গিয়েছিল জাতীয় রাজনীতি ৷ এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই একের পর এক কংগ্রেস দল এবং প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ককে ঘিরে উঠে এসেছিল একের পর এক বিতর্কিত মন্তব্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে যোগদান ৷ এরপরই তোলপাড় হয়ে গিয়েছিল জাতীয় রাজনীতি ৷ এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই একের পর এক কংগ্রেস দল এবং প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ককে ঘিরে উঠে এসেছিল একের পর এক বিতর্কিত মন্তব্য ৷ সেই সমস্ত বিতর্ককে নস্যাৎ করে দিয়েই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ডাকে সাড়া দিয়ে ইফতার পার্টিতে যোগ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷
advertisement

পড়ুন: মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

দিল্লির প্যালেস হোটেলে ইফতার পার্টি উপলক্ষ্যে বসেছিল চাঁদের হাট ৷ প্রণব মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ৷ এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ৷ ছিলেন বিজেপি বিরোধী ফ্রন্টের নেতারা ৷ ইফতার পার্টি শুরু হওয়ার কিছু পরে অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, সীতারাম ইয়েচুরি, কানিমোঝি, শরদ যাদব, বিএসপি নেতারাও ৷ ইফতারে ছিলেন রাশিয়ার রাষ্ট্রদূতও ৷ তবে, এই সমস্ত কিছুকে টেক্কা দিয়েই ইফতার পার্টির মধ্যমণি হয়ে উঠেছিলেন প্রণব মুখোপাধ‍্যায় ৷ এক টেবিলে রাহুল-প্রণবকে নিয়েই রাজনৈতিক চর্চা তুঙ্গে ৷ জমজমাট পার্টির মাঝেই একান্তে বার্তালাপ করতে দেখা যায় রাহুল-প্রণবকে ৷

advertisement

পড়ুন: রাজ্য সড়কগুলিতে বসছে সিসিটিভি, জেলায় জেলায় বাড়ছে নজরদারি

প্রণব মুখোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে নেই। কিন্তু, জাতীয় রাজনীতিতে এখন তিনিই যেন চুম্বক। গত সপ্তাহে তিনি যান নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে ৷ আর এ বার রাহুল গান্ধির ইফতার পার্টিতে ৷ নাগপুর দেখেছে প্রণবের পাঠশালা। বুধবারের ইফতার পার্টিতে রাহুলও কান পেতে শুনলেন প্রণবের কথা।

advertisement

মোদি বিরোধী জোটকে শক্তিশালী করতে কোমর বেঁধে নেমেছেন রাহুল গান্ধি। একসময় তিনিও বিরোধী দলগুলির সঙ্গে যোগসূত্র তৈরিতে ছিলেন ২৪ নম্বর আকবর রোডের বড় ভরসা । একসময় তিনিই ছিলেন কংগ্রেসের সেরা ক্রাইসিস ম‍্যানেজার । দিল্লিতে এ দিনের ইফতার পার্টিতে সেই প্রণব মুখোপাধ‍্যায় কি কিছু টিপস দিলেন রাহুলকে ? তবে, এই সাক্ষাৎ প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসর সম্পর্কের তিক্ততা কি কিছুটা হলেও কমাতে পারল ? তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে ৷

advertisement

সামনের বছর লোকসভা ভোট। তার আগে সুযোগ পেলেই যে কোনও ইস‍্যুতে গেরুয়া শিবিরকে আক্রমণ করছেন রাহুল গান্ধি । তাঁর দাবি, বিজেপি ও আরএসএস বিভেদের রাজনীতি করছে । দেশজুড়ে অসহিষ্ণুতা ছড়াচ্ছে । এসবেরই মাঝে, নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে যাওয়ার সম্মতি জানিয়ে শিরোনামে উঠে আসেন প্রণব মুখোপাধ‍্যায় । বিড়ম্বনায় পড়ে এই সিদ্ধান্তের সমালোচনা শুরু করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আপত্তি জানান প্রণব কন‍্যাও। কিন্তু, তিনি কারও কথা শোনেননি । সাতই জুন আরএসএসের অনুষ্ঠানে যান প্রাক্তন রাষ্ট্রপতি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

যে কংগ্রেস আরএসএসের অনুষ্ঠানের আগে আগে প্রণবের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছিল, সেই কংগ্রেসই, আরএসএসের অনুষ্ঠানের পর, সেই প্রণব মুখোপাধ‍্যায়ের ভাষণকেই হাতিয়ার করে বিজেপিকে নিশানা করে । দাবি করে, মোদি সরকারকে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি । এরই মাঝে অবশ‍্য জল্পনা তৈরি হয়, আরএসএসের অনুষ্ঠানে যাওয়ার পর কি আর রাহুল গান্ধির ইফতার পার্টিতে প্রণব মুখোপাধ‍্যায়কে আমন্ত্রণ জানানো হবে ? খোদ কংগ্রেস সভাপতিই অবশ‍্য এই জল্পনায় জল ঢালেন । রাহুল নিজেই ফোন করে প্রণবকে আমন্ত্রণ জানান। রাহুলের সেই আমন্ত্রণ গ্রহণ করে ইফতার পার্টিতে প্রাক্তন রাষ্ট্রপতি। এক টেবিলে রাহুল-প্রণব ।

বাংলা খবর/ খবর/দেশ/
রাহুলের ইফতার পার্টিতে চাঁদের হাট, উপস্থিত প্রণবও