বলা হয়, রামমন্দির বিজেপির সবচেয়ে কার্যকরী ভোট মেশিন। অভিযোগ, প্রতিবার ভোট এলেই তাই রামমন্দির ইস্যুকে আঁকড়ে ধরে গেরুয়া শিবির। এবার তাৎপর্যপূর্ণ ভাবে সেই অভিযোগ দেশের শীর্ষস্থানীয় এক সন্তের। তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড় করিয়ে।
পাঁচ রাজ্যের বিজেপির শোচনীয় ফলের কথা মনে করিয়েও বিজেপিকে মনে করিয়ে দিয়েছেন প্রধান মহন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই ভরসা রাখারই বার্তা দেন তিনি।
advertisement
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে কপিল মুনির আশ্রমে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তারই মধ্যে সাধুসন্তদের তরফে বিজেপিকে নজিরবিহীন এই আক্রমণ। রাজ্যে সম্প্রীতি রক্ষাই তার অগ্রাধিকার বলেও প্রধান মহন্তকে জানান মুখ্যমন্ত্রী।
সাধুসন্তদের মধ্যে কপিল মুনির আশ্রম প্রধান সন্তের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। আর তাই প্রধান মহন্তের বার্তা বিজেপির কাছে দুশ্চিন্তার।