TRENDING:

ঝটপট রোগা হতে চান? কাল থেকে খান শুধু আলু, আর কিচ্ছু না!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ওজন কমানোর কথা বললেই আলুকে মনে করা হয় সবচেয়ে বড় ভিলেন৷ আলু শুধু যে শরীরে মেদ বাড়ানোর জন্য কুখ্যাত তাই নয়, স্বাস্থ্য ভাল রাখার জন্যও আলুর বিশেষ সুখ্যাতি নেই৷ বেশি আলু খেলে রক্তে শর্করার মাত্রা বাড়া, ওজন বাড়া, এমনকী আরও নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে৷ কিন্তু জানেন কি শুধুমাত্র আলু খেয়েই খুব কম সময়ে কমিয়ে ফেলতে পারেন ওজন?
advertisement

পটেটো ডায়েট শুনতে অদ্ভুত লাগলেও তারকাদের কাছে বেশ জনপ্রিয়৷ অস্ট্রেলিয়ান খেলোয়াড় অ্যান্ড্রু ফ্লিন্ডারস টেলর টানা এক বছর পটেটো ডায়েটে থেকে ৫০ কেজি ওজন কমিয়েছিলেন৷ আলুর মধ্যে যেহেতু কার্বোহাইড্রেট, ফাইবার, প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল থাকে তাই শুধু পটেটো ডায়েটে থাকলে পুষ্টিগুণের কোনও সমস্যা হয় না৷

আরও পড়ুন: আপনি কি ডায়াবেটিক? তাহলে রক্তচাপ সামলে না রাখলেই বিপদ!

advertisement

আলুর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি৷ সেই সঙ্গেই আলুতে পটাশিয়ামে পরিপূর্ণ৷ আবার রাঙাআলুতে থাকে ভিটামিন এ-র মতো প্রয়োজনীয় উপাদান৷ শুধু আলু খেয়ে থাকলে তা শরীরে ক্যালোরির ঘাটতি ঘটায়৷ যার ফলে ওজন কমে৷ কিন্তু এই কমা ওজন ধরে রাখা সম্ভব নয়৷ কারণ আবার স্বাভাবিক ডায়েটে ফিরে গেলেই ক্যালোরির ঘাটতি মিটবে এবং ওজন বাড়বে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই মেলায় ‘বউ’ পছন্দ হলেই পাকা কথা! দূরে যেতে হবে না, হাতের কাছই বড় সুযোগ
আরও দেখুন

তবে জলদি ওজন কমাতে ডায়েটিশিয়ানরা আলু ভাজা না খেয়ে ম্যাশড পটেটোছ বা বেকড পটেটোর মতো লো-ক্যালোরি আলুর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঝটপট রোগা হতে চান? কাল থেকে খান শুধু আলু, আর কিচ্ছু না!