TRENDING:

পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে ষষ্ঠ দিনেও অশান্তি অব্যাহত

Last Updated:

পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে রাজ্য জুড়ে ষষ্ঠ দিনেও অশান্তি অব্যাহত। মহম্মদবাজারে অস্ত্র হাতে বিজেপির মিছিল। কান্দিতে অধীর চৌধুরিকে হেনস্থার অভিযোগ। বর্ধমানে সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তাল জেলাশাসকের অফিস চত্বর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে রাজ্য জুড়ে ষষ্ঠ দিনেও অশান্তি অব্যাহত। মহম্মদবাজারে অস্ত্র হাতে বিজেপির মিছিল। কান্দিতে অধীর চৌধুরিকে হেনস্থার অভিযোগ। বর্ধমানে সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তাল জেলাশাসকের অফিস চত্বর।
advertisement

বীরভূমের মহম্মদবাজারে  এসডিও অফিসে মনোনয়ন জমার সিদ্ধান্তেও এড়ানো গেল না সংঘর্ষ । জেলায় জেলায় শাসক বিরোধী সংঘর্ষে পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ।

আরও পড়ুন : সিপিএমকে মনোনয়নে সাহায্য তৃণমূলের

রামপুরহাটে অস্ত্র হাতে বিজেপি কর্মীদের মিছিল ঘিরে অশান্ত হয়ে ওঠে মহম্মদবাজার। তৃণমূলের অভিযোগ অশান্তি বাধাতেই ঝাড়খণ্ড থেকে বাসে করে সশস্ত্র কর্মীদের এনেছে গেরুয়া শিবির। মনোনয়ন দিতে যাওয়ার সময় তির ছোড়া ও বাইকে আগুন ধরানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ।

advertisement

বিরোধীরা এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে গেলে দুষ্কৃতী বাধার মুখে পড়তে হয়। পুলিশি নিষ্ক্রীয়তারও অভিযোগ ওঠে।

আরো পড়ুন : রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি দলের

বাঁকুড়ায় প্রার্থীদের মনোনয়নের আগে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে বামেদের মিছিলে হেলমেট পড়ে দুষ্কৃতী হামলার অভিযোগ। । এসডিও অফিসের কাছে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বাম কর্মীরা।

advertisement

মুর্শিদাবাদে কান্দি অধীর গড়েই, শাসক তৃণমূলের হাতে প্রদেশ কংগ্রেস সভাপতিকে হেনস্থার অভিযোগ। কান্দিতে মিছিলে বাধা পেয়ে অধীর চৌধুরি ফিরে যান। পরে কান্দি থানার সামনে ধর্নায় বসেন  তিনি।

পূর্ব বর্ধমান কাটোয়ায় সিপিএম তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমার সময় উত্তেজনা ছড়ায়। জেলা পরিষদ অফিসের সামনেই উভয় পক্ষের মধ্যে ইটবৃষ্টি বেঞ্চ ছোড়াছুড়ি  হয়।

মনোনয়ন পেশের সময় এসডিও অফিসের সামনে বিজেপি প্রার্থীকে মারধর চলে। অভিযোগের তির তৃণমূলের দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাছি চার্জ করে পুলিশ।

advertisement

মনোনয়ন ঘিরে অশান্ত দুর্গাপুরও। বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোরুইকে ছুরি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পিয়ালা মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে গেরুয়া বাহিনী।

হুগলির আরামবাগে দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা করে বেরনোর সময় এদিন দুষ্কৃতীরা গোঘাটের প্রাক্তণ ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারকের মুখে কালি ছিঁটিয়ে দেন। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বাম মহিলা প্রার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নামে র‍্যাফ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

মনোনয়ন পেশ পর্বেই পরিস্থিতি এই। ভোটের দিনগুলিতে অবস্থা কী হবে তা ভেবেই আতঙ্কে গ্রাম বাংলার মানুষ।

বাংলা খবর/ খবর/রাজনীতি/
পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে ষষ্ঠ দিনেও অশান্তি অব্যাহত