যদিও অতীতে তামিলনাড়ুতে নির্বাচনের জন্য কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল ভোটে জিতে আসতে পারলে এই বার্ষিক অনুষ্ঠান বন্ধ করবে তাঁরা। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট এই খেলাটি নিষিদ্ধ করেছিল। কিন্তু ব্যাপক বিক্ষোভের পরে, রাজ্য সরকার পশুর উপর নিষ্ঠুরতা রোধ সম্পর্কিত আইন সংশোধন করে তিন বছর পরে এটি পুনরুদ্ধার করে।বিষয়টি উত্তর-দক্ষিণ বিভাজনকে প্রকট করে তুলেছিল, রাজ্যের বাসিন্দারা দাবি করেছিলেন যে জাল্লিকট্টুর বিরোধিতা করা লোকেরা তামিল ভাষা ও সংস্কৃতি বুঝতে পারে না।
advertisement
এছাড়াও বিদ্যালয়গুলিতে হিন্দি বাধ্যতামূলকভাবে তৃতীয় ভাষা হিসাবে নামকরণের কেন্দ্রের পদক্ষেপের পরে গত বছর হিন্দি ভাষার সারিতে এই বিভাজন আরও গভীর হয়েছিল। পাশাপাশি বিজেপি তামিল জনগণকে আশ্বস্ত করার কাজ করছে। পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পৌঁছে গিয়েছেন চেন্নাইয়ে। তিনিও ঠিক এরকমই একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঙ্গে রয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত। দু'পক্ষের কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।