TRENDING:

ভারত ‘সহিষ্ণু’, জনপথে অনুপম ও মধুরের মিছিল

Last Updated:

এ যেন থামার নয়, চলছে, চলবে অসহিষ্ণুতার বিতর্ক৷ পক্ষে, বিপক্ষে ভাগ হচ্ছে নানা মহল৷ রাজনীতি থেকে বিনোদন সব জায়গাতেই একই পরিবেশ৷ কেউ নিশ্চুপে এড়িয়ে যাচ্ছেন গোটা বিতর্ক, কেউ আবার অসহিষ্ণুতার প্রশ্নে মুখ খুলে তুমুল সমালোচনার ঝড়ে৷ কিন্তু এই সব থেকে বেরিয়ে গিয়ে, বিতর্ককে অন্য মোড় দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের৷ ‘সহিষ্ণুতা’কে সঙ্গী করে ডাক দিলেন মিছিলের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এ যেন থামার নয়, চলছে, চলবে অসহিষ্ণুতার বিতর্ক৷ পক্ষে, বিপক্ষে ভাগ হচ্ছে নানা মহল৷ রাজনীতি থেকে বিনোদন সব জায়গাতেই একই পরিবেশ৷ কেউ নিশ্চুপে এড়িয়ে যাচ্ছেন গোটা বিতর্ক, কেউ আবার অসহিষ্ণুতার প্রশ্নে মুখ খুলে তুমুল সমালোচনার ঝড়ে৷ কিন্তু এই সব থেকে বেরিয়ে গিয়ে, বিতর্ককে অন্য মোড় দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের৷ ‘সহিষ্ণুতা’কে সঙ্গী করে ডাক দিলেন মিছিলের৷ আর সোজা সাপটা জানিয়েদিলেন, ‘ এ দেশে কেন অসহিষ্ণুতার প্রশ্ন উঠছে! অসহিষ্ণুতার কথা তুলে দেশের পরিবেশ নষ্ট করা যাবে না ৷ আমার মনে হয়, এই ধরণের কাজ করার অধিকার কারও নেই৷ ভারতীয় জনগণ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, এরকম বিভাজনে নয়৷’
advertisement

গত শুক্রবারই, ট্যুইটারে ‘মার্চ ফর ইন্ডিয়া’ নামে এই পাল্টা প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছিলেন অনুপম খের ও পরিচালক মধুর ভান্ডারকর ৷ সঙ্গে সমালোচনা করেন বিশিষ্টদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘটনাকেও ৷ শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে অনুপম খের টুইট করে জানান, ‘ভারতীয় মানুষদের মত আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই মিছিল৷ একটু সময় দিন ৷’ সঙ্গে এটাও জানাতে অনুপম ভোলেননি, ‘ভারত সহিষ্ণু এবং সহিষ্ণুতার পরিবেশ বজায় থাকবে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শনিবার আয়োজিত জনপথে জাতীয় মিউজিয়াম থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে চলা এই মিছিলে যোগ দিয়েছেন পরিচালক মধুর ভান্ডারকরও ৷ মিছিলের শেষে অনুপম খের ও মধুর ভান্ডারকরের নেতৃত্বে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে স্মারকলিপি ৷

বাংলা খবর/ খবর/রাজনীতি/
ভারত ‘সহিষ্ণু’, জনপথে অনুপম ও মধুরের মিছিল