গত শুক্রবারই, ট্যুইটারে ‘মার্চ ফর ইন্ডিয়া’ নামে এই পাল্টা প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছিলেন অনুপম খের ও পরিচালক মধুর ভান্ডারকর ৷ সঙ্গে সমালোচনা করেন বিশিষ্টদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘটনাকেও ৷ শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে অনুপম খের টুইট করে জানান, ‘ভারতীয় মানুষদের মত আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই মিছিল৷ একটু সময় দিন ৷’ সঙ্গে এটাও জানাতে অনুপম ভোলেননি, ‘ভারত সহিষ্ণু এবং সহিষ্ণুতার পরিবেশ বজায় থাকবে৷’
advertisement
শনিবার আয়োজিত জনপথে জাতীয় মিউজিয়াম থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে চলা এই মিছিলে যোগ দিয়েছেন পরিচালক মধুর ভান্ডারকরও ৷ মিছিলের শেষে অনুপম খের ও মধুর ভান্ডারকরের নেতৃত্বে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে স্মারকলিপি ৷
Location :
First Published :
November 07, 2015 1:08 PM IST