TRENDING:

শিশুর দেহে পোলিওর জীবাণু ! আবার কি ফেরৎ আসছে পোলিওর প্রকোপ

Last Updated:

WHO (World health organisation) ১৯৯৯ সালেই দেশকে পোলিও মুক্ত বলে ঘোষণা করেছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পোলিও নির্মূল দেশের তকমা হারাতে চলেছে ভারত ৷ উত্তরপ্রদেশে একটি শিশুর শরীরে মিলল পোলিও জীবাণু ৷ ফলে রাতের ঘুম উড়েছে প্রশাসনের ৷
advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ প্রতি বছর পোলিও কর্মসূচিকে সামনে রেখে একাধিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে ৷ তবে এটি খুব চিন্তার বিষয় এত রকমের ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এমন হল কেন এই বিশ্লেষণে আপতত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ পোলিওকে শিকড় থেকে উপড়ে ফেলতে তিন সদস্যের একটি কমিটি গড়েছে ৷ এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই দিকে বিশেষ দৃষ্টিপাত করছেন তাঁরা ৷

advertisement

মূলত পোলিও ভ্যাকসিন নির্মিত হয় গাজিয়াবাদের একটি ওষুধ নির্মাণকারী সংস্থা ৷ ওষুধের গুণমান যাচাই হয় উত্তরপরদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ৷ এইবার সেই সংস্থার এক উচ্চপদস্থ কর্তাকে গ্রেফতার করেছে গাজিয়াবাদ পুলিশ ৷ এই সংক্রান্ত বিষয়ে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে পুলিশ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

WHO (World health organisation) ১৯৯৯ সালেই দেশকে পোলিও মুক্ত বলে ঘোষণা করেছিল ৷ দুই ধরনের পোলিওর জীবাণু আর দেশে নেই বলেই মান্যতা দিয়েছিল ৷ এবার সেই দীর্ঘদিনের সুনামে খানিকটা হলেও ধাক্কা কেয়েছে ান্তজার্তিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শিশুর দেহে পোলিওর জীবাণু ! আবার কি ফেরৎ আসছে পোলিওর প্রকোপ