TRENDING:

আইনজীবী খুন - বারবার বয়ান বদল স্ত্রীর, জোরালো হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : নিউটাউনে আইনজীবীর অস্বাভাবিক মৃত্যুর পর থেকে মূলত অভিযোগের তির রজত দে-র স্ত্রী অনিন্দিতার দিকে ৷ দফায় দফায় তাঁকে জেরা করে চলেছে রাজারহাট থানার পুলিশ৷
advertisement

রজতের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে  দীর্ঘ সময় নিজে এই বয়ানে টিকে থাকলেও এবার সেই বয়ান থেকে সরে এসেছেন তিনি ৷ এখন তিনি বলেছেন, ‘আত্মহত্যা করেছেন রজত দে’ ৷ পাশাপাশি তিনি এও জানিয়েছেন ‘গলায় চাদর জড়িয়ে আত্মঘাতী’ হয়েছেন রজত ৷

যদিও অনিন্দিতার এই বয়ান আদৌ বিশ্বাস করতে রাজি নয় তদন্তকারী পুলিশ ৷ তাঁরা বলেছেন , ‘‘চাদরে আত্মঘাতী হলে গলায় সরু দাগ কেন?’’

advertisement

পোস্টমর্টেম রিপোর্টে পরিষ্কার শ্বাসরোধ করে খুনের প্রমাণ পাওয়া গেছে ৷ এবং সেই রিপোর্টেই বলা হয়েছে শ্বাসরোধ করা হয়েছে সরু কিছু দিয়ে ৷ তদন্তকারীদের সামনে এখন কয়েকটি বড় প্রশ্ন ৷

হঠাৎ ৩ দিন পর কেন আত্মহত্যার তত্ত্ব? স্ত্রী অনিন্দিতাকে অবশ্য দাবি

ভয়ে চেপে গিয়েছিলেন ৷ এদিকে অনন্দিতার কথা মতো নমুনা হিসেবে চাদর ও গামছা সংগ্রহ করা হয়েছে ৷ এছাড়াও মৃত্যুর আগে ধস্তাধস্তি হয় বলে অনুমান পুলিশের ৷ রজতের দেহে আঘাতের চিহ্ন দেখে এই অনুমান ৷

advertisement

তবে আদপেই এই তত্ত্বে কোনওরকম সিলমোহর দিতে চাইছে না পুলিশ ৷ কারণ ঘটনার দিনে রাতের যে ঘটনা সামনে এসেছে তাতে তৃতীয় ব্যক্তির উপস্থিতি নিয়ে সন্দেহের অবকাশ প্রায় নেই বললেই চলে ৷

আরও পড়ুন - পণের দাবিতে স্যালাইনের মাধ্যমে স্ত্রীর দেহে HIV ভাইরাস ঢুকিয়ে দিলেন স্বামী!

সেরা ভিডিও

আরও দেখুন
বাজিমেলা থেকে বিপুল লাভ আলিপুরদুয়ারে, টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরবে
আরও দেখুন

তদন্তে পুলিশে জেনেছে, ফোনে এক চিকিৎসকের সঙ্গে প্রায়ই কথা বলতেন অনিন্দিতা। ঘটনার দিন নিউটাউনে একটি রেস্তোরাঁয় খেতে যান অনিন্দিতা ও রজত। নারকেলবাগানের কাছে গাড়ি থেকে নেমে যান অনিন্দিতা। রাতে বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে রাত পর্যন্ত গন্ডগোল চলে। তারপরেই রাত দেড়টা নাগাদ নিরাপত্তারক্ষীকে রজতের অসুস্থতার খবর দেন অনিন্দিতা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আইনজীবী খুন - বারবার বয়ান বদল স্ত্রীর, জোরালো হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব