TRENDING:

'একজন পিতৃতুল্য মানুষকে হারালাম', বাজপেয়ীর প্রয়াণে দুঃখপ্রকাশ মোদির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকস্তদ্ধ গোটা ভারত । সমস্ত রাজনৈতিক দলের নেতারা তাঁদের পারস্পরিক বিরোধিতা ভুলে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন বাজপেয়ীকে । শ্রদ্ধার্ঘ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । ভারত আজকে আরও এক দুর্লভ রত্নকে হারাল, আবেগঘন মন্তব্য করলেন মোদি ।
advertisement

অটলজী ছিলেন তাঁর সবচেয়ে বড় প্রেরণা,জানিয়েছেন মোদি । দেশের ভবিষ্যতকে এক সঠিক দিশা দেখিয়েছিলেন বাজপেয়ী । অটলজীকে হারানোর শূন্যতা কোনওদিন পূরণ হবে না। বাজপেয়ীর ব্যক্তিত্ব ও তাঁর প্রয়াণ-কোনওটাই শব্দ দিয়ে বর্ণণা করা যাবে না, বলেছেন মোদি । একজন জননায়ক, সুবক্তা,কবি ও একজন বড় মাপের রাষ্ট্রনেতা ছিলেন বাজপেয়ী । ভারতমাতার একজন প্রকৃত সন্তান ছিলেন বাজপেয়ী । বাজপেয়ীকে হারিয়ে একজন পিতৃতুল্য মানুষের ভালবাসা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার দুঃখ মেনে নিতে কষ্ট হয়, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী । সংগঠন ও শাসনের মাহাত্ম্য বাজপেয়ীর কাছেই শিখেছেন, এমনটাই জানালেন মোদি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

সবসময় একজন পিতার মত ভালোবেসে কাছে টেনে নিতেন । একজন কুশল নেতা ও একজন ভালো মানুষকে হারিয়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা কোনওদিনই পূরণ হবে না । অটলজী চিরনিদ্রায় গেলেও ওনার রাজনৈতিক চিন্তাধারা ও সাংগঠনিক মতাদর্শ সকল ভারতবাসীকেই প্রেরণা দেবে, জানিয়েছেন মোদি । অটলজীকে আমি প্রণাম জানালেন মোদি ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'একজন পিতৃতুল্য মানুষকে হারালাম', বাজপেয়ীর প্রয়াণে দুঃখপ্রকাশ মোদির