TRENDING:

বেসরকারি স্ক‌ুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২৫% কোটা, বড় ঘোষণা করতে পারেন মোদি

Last Updated:

এই সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইন সম্প্রসারণ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত করছে৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রের খবর, শিক্ষার অধিকার আইনে বিনামূল্যে পড়াশোনা-র ২০০৯ সালের আইনটি মন্ত্রিসভা খতিয়ে দেখছে৷ তারপরেই সিদ্ধান্ত জানাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: উচ্চবর্ণের পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ইতিমধ্যেই ১০ শতাংশ সরকারি সংরক্ষণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ লোকসভা ভোটের মুখে আরও একটি বড় সংরক্ষণ ঘোষণার পথে নরেন্দ্র মোদি৷ দেশের সব বেসরকারি স্ক‌ুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করতে চলেছেন মোদি৷
advertisement

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভার আগে আরও একটি প্রো-পুওর পদক্ষেপ করে বাজিমাত করতে চাইছেন প্রধানমন্ত্রী৷ এই সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইন সম্প্রসারণ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত করছে৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রের খবর, শিক্ষার অধিকার আইনে বিনামূল্যে পড়াশোনা-র ২০০৯ সালের আইনটি মন্ত্রিসভা খতিয়ে দেখছে৷ তারপরেই সিদ্ধান্ত জানাবে৷

বর্তমানে কেন্দ্রের শিক্ষার অধিকার আইনে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের ৬ বছর থেকে ১৪ বছরের ছাত্র-ছাত্রীদের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়ানোর নিয়ম রয়েছে৷ লোকসভা ভোটের আগে উচ্চবর্ণের মন জয় করতে মোদি সরকার মরিয়া৷ শিক্ষার অধিকার আইনের সম্প্রসারণের প্রস্তাবটি অনেক দিন ধরেই ঠান্ডা ঘরে পড়েছিল৷ ২০১২ সালে ইউপিএ সরকারের আমলেই এই প্রস্তাব গৃহীত হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তাত্‍‌পর্যপূর্ণ ভাবে গত বছর মার্চে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সত্য পাল সংসদে জানিয়েছিলেন, শিক্ষার অধিকার আইনের সম্প্রসারণের কোনও প্রস্তাব নেই৷ এই আইনের সম্প্রসারণ চেয়ে দিল্লি হাইকোর্টে একটি পিটিশন ফাইল করা হয়৷

বাংলা খবর/ খবর/দেশ/
বেসরকারি স্ক‌ুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২৫% কোটা, বড় ঘোষণা করতে পারেন মোদি