TRENDING:

হস্টেলের ঘরেই আত্মহত্যা আইআইটি কানপুরের দলিত ছাত্রের, মিললছেঁড়া সুইসাইড নোট

Last Updated:

হস্টেলের ঘর থেকে মিলল গলায় ফাঁস লাগানো দলিত ছাত্রের ঝুলন্ত দেহ ৷ উদ্ধার হল চেঁড়া সুইসাইড নোটও ৷ বুধবার ঘটনাটি ঘটেছে আইআইটি কানপুরের হস্টেলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কানপুর: হস্টেলের ঘর থেকে মিলল গলায় ফাঁস লাগানো দলিত ছাত্রের ঝুলন্ত দেহ ৷ উদ্ধার হল চেঁড়া সুইসাইড নোটও ৷ বুধবার ঘটনাটি ঘটেছে আইআইটি কানপুরের হস্টেলে ৷ মৃত ছাত্রের নাম ভীম সিং ৷ পুলিশের সিনিয়র সুরিন্টেন্ডেন্ট অখিলেশ কুমার জানিয়েছেন, পোস্ট ডক্টরেটের তৃতীয় বর্ষের ছাত্র ছিল ভীম ৷
advertisement

আরও পড়ুন: বাবা কোটিপতি হিরে ব্যবসায়ী, সন্ন্যাস নিল ১২ বছরের ছেলে !

ভীমের বাড়ি ফরিদাবাদে ৷ তাঁর বাবা-মাকে খবর পাঠানো হয়েছে ৷ তবে কেন হঠাৎ সে আত্মহত্যা করল তার কারণ স্পষ্ট নয় ৷ কেই বা ছিঁড়ল সুইসাইড নোটটি ৷ তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ তবে ভীমের ঘর থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে ৷ সেটি ফরেন্সিক বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

মঙ্গলবারের পর থেকেই ভীমকে কলেজ ক্যাম্পাসে দেখতে না পেয়ে তাঁর খোঁজ শুরু করে বন্ধুরা ৷ ভীমের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয় ৷ এরপরেই ঘরের দরজা ভেঙে ঢুকে ভীমকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন বন্ধুরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
হস্টেলের ঘরেই আত্মহত্যা আইআইটি কানপুরের দলিত ছাত্রের, মিললছেঁড়া সুইসাইড নোট