TRENDING:

আজও বাড়ল পেট্রোপণ্যের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:   আন্তর্জাতিক বাজারে ক্রমশ বাড়ছে অপরিশোধিত তেলের দাম কিন্তু পাল্লা দিয়ে কমছে টাকার দাম । টাকার দাম পড়ে হয়েছে প্রায় ৭১.৮৭ । এই অবস্থায় রীতিমত বেলাগাম জ্বালানীর মূল্য । শুক্রবারেও নতুন করে ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের । একনজরে দেখে নিন কোথায় দাঁড়িয়ে জ্বালানীর দাম ।
advertisement

আজ কলকাতায় পেট্রোলের দাম ৮২.৫০ টাকা (গতকালের চেয়ে ১৯ পয়সা বৃদ্ধি)

মুম্বই-এ পেট্রোলের দাম ৮৭.৩৯ টাকা (গতকালের চেয়ে ৪৮ পয়সা বৃদ্ধি)

নয়াদিল্লিতে পেট্রোলের দাম ৭৯.৯৯ টাকা (গতকালের চেয়ে ৪৮ পয়সা বৃদ্ধি)

চেন্নাই-এ পেট্রোলের দাম ৮২.৬২টাকা (গতকালের চেয়ে ২১ পয়সা বৃদ্ধি) ।

আজ কলকাতায় ডিজেলের দাম ৭৪.৪৮ টাকা (গতকালের চেয়ে ২১ পয়সা বৃদ্ধি)

advertisement

মুম্বই-এ ডিজেলের দাম ৭৫.৫১ টাকা (গতকালের চেয়ে ২২ পয়সা বৃদ্ধি)

নয়াদিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৭১.৬৪ টাকা(গতকালের চেয়ে ২১ পয়সা বৃদ্ধি)

চেন্নাই-এ ডিজেলের দাম ৭৫.৭০টাকা (গতকালের চেয়ে ২২ পয়সা বৃদ্ধি)।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জ্বালানীর মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই মন্তব্য করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । তাঁর মতে OPEC অর্থাৎ পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির আন্তর্জাতিক সংস্থা জানিয়েছিল যে তারা প্রায় ১০ লক্ষ ব্যারেল জ্বালানী উৎপাদন বৃদ্ধি করবে যা তাঁরা করে নি । এছাড়াও ভেনেজুয়েলা ও ইরানের মত দেশগুলির সামগ্রিক পরিস্থিতিকেও দুষেছেন মন্ত্রী । চাহিদার তুলনায় হ্রাস পেয়েছে জ্বালানী উৎপাদন কিন্তু ক্রমশ বাড়ছে মার্কিন ডলারের দাম যার ফলে জ্বালানী আমদানি করতে বাড়তি ডলার গুনতে হচ্ছে দিল্লিকে ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আজও বাড়ল পেট্রোপণ্যের দাম, মাথায় হাত মধ্যবিত্তের