আরও পড়ুন: পৃথিবীর সর্ব বৃহৎ জরায়ুর টিউমার অস্ত্রোপচারে সাফল্য
শহর থেকে জেলা, উৎসবের মুডে বাঙালি ৷ থিম ও সাবেকিয়ানার লড়াই জমজমাট ৷ উত্তর থেকে দক্ষিণ শারদ সাজে মহানগরী ৷ মণ্ডপে-মণ্ডপে ঠাকুর দেখার ভিড় ৷
আরও পড়ুন: ৩২ ফুট লম্বা চাঁদমালা ! একডালিয়া এভারগ্রিন পুজোর এবারের মূল আকর্ষণ
বোধন হয়নি তো কি! মহালয়া মানেই তো দেবীর মর্ত্যে আগমন ৷ তাই মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে মেগা পুজোর উদ্বোধন ৷ মহানগরীর প্রতি মেন রোড থেকে অলিগলি, আলোকসজ্জায় সবই এখন পার্কস্ট্রিট ৷ কোথাও বিশাল আলোর গেটে গল্পের ঝুলি খুলে বসেছে ঠাকুমা, কোথাও আবার ছোটা ভীমের কসরত ৷ প্যান্ডেলে প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের টাচআপ ৷
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর লুবানের হাত থেকে যেভাবে বাঁচা সম্ভব
বাঙালির সেরা উৎসবের জন্য এত অপেক্ষা কি সাজে? তাই আনন্দটা আরও একটু দীর্ঘস্থায়ী করতে হোক না আগেভাগেই উৎসবের শুরু ৷ আমজনতার পুজো শুরুর কাউন্টডাউন তাই পঞ্চমীর আগেই ফুরিয়ে গিয়েছে ৷