আর্কাইভ অফ সেক্সুয়াল বিহেভিয়ারে প্রকাশিত হওয়া একটি সমীক্ষা অনুযায়ি নিয়মিত যাঁরা যৌন জীবনে থাকেন তাঁদের স্মৃতিভ্রংশ হওয়ার সম্ভবনা অনেকটাই কমে যায়৷
২০১২ থেকে ২০১৬ অবধি বিভিন্ন পুরুষ ও মহিলারা ওপর পরীক্ষা চালিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ৷ তাঁদের মতে একইরকম খাওয়াদাওয়া জীবনযাত্রা পালন করার পরও শুধু মাত্র যৌনজীবনের হেরফেরে বদলে যায় এই মনে রাখার ক্ষমতা ৷
advertisement
আসলে ৪০-র পর থেকে এই বিষয়ে অনেকটাই অনাগ্রহী হয়ে পরে দম্পতিরা ৷ আর সেটাই বড় একটা পার্থক্য গড়ে দেয় ৷
আরও পড়ুন - ১০০ বছরের বেশি মানুষের সংখ্যা ৭০ হাজার, জানুন কোন দেশে এই অবাক কাণ্ড
তাই সহজ দাওয়াই ৪০ -বুড়িয়ে যাচ্ছেন না ভেবে, ভাবুন লাইফ বিগিনস অ্যাট ফর্টি ৷ আর নিজের পার্টনার ও নিজের স্মৃতি সতেজ রাখতে বিন্দাস জারি রাখুন সেক্স লাইফ ৷
advertisement
Location :
First Published :
September 14, 2018 8:45 PM IST