TRENDING:

Oppo F7 নাকি Vivo V9 ? কোনটা বেশি ভাল

Last Updated:

প্রায় একই সঙ্গে বাজারে এসেছে Oppo এবং Vivo-র দু’টি নতুন মডেল ৷ Oppo F7 এবং Vivo V9 ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রায় একই সঙ্গে বাজারে এসেছে Oppo এবং Vivo-র দু’টি নতুন মডেল ৷ Oppo F7 এবং Vivo V9 ৷ কিন্তু কিনবেন কোনটা ? দু’টি অ্যান্ড্রয়েড ফোনের দামও প্রায় কাছাকাছি ৷ তাই দোকানে যাওয়ার আগে আপনি কী একটু দোটানায় ভুগছেন ? তাই চট জলদি আপনার সামনে রইল দু’টো ফোনের আকর্ষণীয় ফিচার্স আর দাম ৷ এ বার বিচারের দায়িত্ব নিজের৷
advertisement

আরও পড়ুন:ভারতে আজই লঞ্চ হচ্ছে Oppo F7, জেনে নিন দাম ও ফিচার

♣ Oppo F7 :

• এই ফোনের দাম ২১,৯৯০ টাকা ৷

• ব্যাটারি ৩৪০০ এমএএইচ ৷

• ডায়মন্ড ব্ল্যাক, মুনলাইট সিলভার, সান রাইজ রেড ও সোলার রেড- এই চারটি রঙে পাওয়া যাবে এই ফোন ৷

• ১০৮০x২২৮০ রেডজলিউশনে ৬.২৩ ইঞ্চি ডিসপ্লে পাবেন এই ফোনে ৷

advertisement

• মিডিয়া টেক হেলিও পি৬০, অক্টাকোর প্রসেসর পাবেন Oppo F7-এ ৷

• পাবেন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টালনাল স্টোরেজ ৷ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে ৷

• এই ফোনের ব্যাক ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ২৫ মেগা পিক্সেলের ৷

• ৮.১ অ্যান্ড্রয়েড ভার্সনে পাওয়া যাবে এই ফোন ৷

advertisement

আরও পড়ুন: হুবহু আইফোন এক্সের মতো দেখতে ভিভোর ভি9 এল বাজারে, দাম কত?

♣ Vivo V9 :

• Vivo V9-র দাম ২২,৯৯০ টাকা ৷

• ৩২৬০ এমএএইচ ব্যাটারি পাবেন এই ফোনে ৷

• পার্ল ব্ল্যাক এবং গোল্ড রঙে পেয়ে যাবেন এই ফোন ৷

• ১০৮০x২২৮০ পিক্সেলে ৬.৩০ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এতে ৷

advertisement

• পাবেন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টালনাল স্টোরেজ ৷

• ১৬ মেগা পিক্সেল ব্যাক এবং ২৪ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন

• ৮.১ অ্যান্ড্রয়েড ভার্সনে পাওয়া যাবে এই ফোন ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Oppo F7 নাকি Vivo V9 ? কোনটা বেশি ভাল