গপ্পোটা হল, ১৬ জুলাই ৩৫-এ পা দিয়েছেন ক্যাটরিনা কাইফ ৷ পরিবার, বান্ধবীদের সঙ্গে লন্ডনে জন্মদিন কাটাতে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা ৷ এরই মাঝে সুযোগ বুঝে সোশ্যাল মিডিয়ার হাত ধরে ক্যাটকে বার্থডে উইশ করে ফেললেন শাহরুখ খান ও অনুষ্কা শর্মা ৷ শেয়ার করলেন আনন্দ এল রাইয়ের নতুন ছবি ‘জিরো’তে ক্যাটরিনার লুক ৷
advertisement
আগেই জানা গিয়েছিল, ‘জিরো’তে ক্যাটরিনাকে দেখা যাবে এক নেশাগ্রস্ত নায়িকার চরিত্রে, ক্যাটের ফার্স্টলুকেও তেমনটাই ধরা পড়ল ৷ ঘেঁটে যাওয়া কাজল, উশখুশকো চুল ৷ ফ্যানেদের মাঝ থেকে বেরিয়ে আসছেন ক্যাটরিনা কাইফ ৷
ছবিটি শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘ক্যাটরিনার এর থেকেও আরও সুন্দর ছবি রয়েছে ৷ তবে এই ছবিতে ক্যাটের সৌন্দর্য যেন আরও প্রকাশিত হল ৷’
advertisement
অন্যদিকে অনুষ্কা এই ছবির মধ্যে দিয়েই শুভ জন্মদিন জানালেন ক্যাটকে!
Location :
First Published :
July 16, 2018 9:26 PM IST