ইংরাজি শিক্ষার প্রথম পাঠ হল ওই ভাষার ২৬টি বর্ণমালা। তবে আজকাল ২৬-তম অক্ষর ‘Z’-এর উচ্চারণ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। আগে বেশির ভাগ মানুষ একে ‘জেড’ বলতেন, কিন্তু এখন স্কুলের পাশাপাশি সাধারণ কথাবার্তায় ‘জি’ বলার প্রবণতা শুরু হয়েছে। এমতাবস্থায় প্রশ্ন ওঠে এর সঠিক উচ্চারণ কী?
‘জেড’ অক্ষরের সঠিক উচ্চারণ কোনটি?
একটি ভাষা হিসাবে ইংরাজি একটু কঠিন হয়ে যায়, কারণ এর উচ্চারণ সংক্রান্ত বিভিন্ন নিয়ম রয়েছে। শব্দ থেকে শব্দে, এখন অক্ষরের উচ্চারণেও বিভ্রান্তি। যেমন – ‘Z’ অক্ষরকে আমরা এত দিন ধরে ‘জেড’ বলে আসছি। তবে আজকাল একে ‘জি’ বলা হচ্ছে। যখন সকলে জিজ্ঞাসা করেছিল যে, এটির সঠিক উচ্চারণ কী, তখন কিছু আকর্ষণীয় কারণ প্রকাশিত হয়েছিল।
advertisement
আসলে বিশ্ব জুড়ে ইংরাজির দু’টি সংস্করণ হল – ব্রিটিশ এবং আমেরিকান ইংরাজি। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, কানাডা এমনকী নিউজিল্যান্ডেও ‘Z’-র উচ্চারণ ‘জেড’। যেখানে আমেরিকান ইংরেজিতে ‘Z’-এর উচ্চারণ ‘জি’।
আরও পড়ুন: সঙ্গীকে নিয়ে বেড়াতে গেলেন যুবক, ফিরলেন একা, বান্ধবী গেলেন পরপুরুষের সঙ্গে
আরও পড়ুন: ১ ঘণ্টার বউ! স্বপ্নপূরণের আগেই স্বামীহারা, নিয়তির ‘অদ্ভুত’ অভিঘাত, চোখে জল আনা মর্মান্তিক ঘটনা
কেন এই বিভ্রান্তি ঘটবে?
আসলে ‘Z’ গ্রিক অক্ষর ‘জেটা’ থেকে নেওয়া হয়েছে। এটি ব্রিটিশ ‘জেড’ এবং আমেরিকান ‘জেড’ হিসাবে ব্যবহৃত হয়। ‘জি’ উচ্চারণের জনপ্রিয়তার পিছনে একটি কারণ হল আমেরিকান ‘দ্য অ্যালফাবেট’ গানের বিশ্বব্যাপী জনপ্রিয়তা। এতে ‘Z’ কে ‘জি’ বলা হয়েছে।
ইন্টারনেটের কারণে এর বিস্তার বেড়েছে এবং আমেরিকান টিভি শো ও চলচ্চিত্রের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে ‘জি’ উচ্চারণের জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে। এবার কথা বলার সময় কোন উচ্চারণটি বেছে নেওয়া হবে, তা সম্পূর্ণ রূপে বক্তার উপর নির্ভর করবে।