গৌরবের দাবি, এয়ার এশিয়ার তরফে বিমান চালকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল যে, ৯৮ শতাংশ ল্যান্ডিং করতে হবে ফ্ল্যাপ ৩-তে। এতে জ্বালানি সাশ্রয় হত ঠিকই, কিন্তু যাত্রী সুরক্ষা বড়সড় প্রশ্নের মুখে পড়ে যেত। আর গৌরবের এই চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে আসতেই তাঁকে বরখাস্ত করে ওই বিমান সংস্থা।
advertisement
চাকরি যাওয়ার পরে অতিমারীর সময়ে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যান গৌরব। বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৮৬ লক্ষ। শুধু তা-ই নয় ইনস্টাগ্রাম এবং এক্স (ট্যুইটার)-এও তাঁর লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার।
দিন কয়েক আগে একটি সাক্ষাৎকারে গৌরবকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর আয় কত! অর্থাৎ ব্র্যান্ড ডিল এবং বিজ্ঞাপন থেকে কত টাকা রোজগার করেন তিনি? যদিও কত আয় করেন, সেটা স্পষ্ট করে বলেননি ওই ইউটিউবার। কিন্তু ইঙ্গিতপূর্ণ ভাবে জানান, যে সংস্থা তাঁকে তাড়িয়ে দিয়েছে, সেই সংস্থার সিইও-র থেকে বেশি আয় করেন তিনি।
এই ইন্টারভিউ নিজের ইউটিউব চ্যানেলেও পোস্ট করেছেন গৌরব। আগে অবশ্য সোশ্যাল মিডিয়া তারকা জানিয়েছিলেন যে, তাঁর আয়ের মূল উৎস হল বিজ্ঞাপন এবং ব্র্যান্ডের প্রচার। তাঁর কথায়, “বিমান চালক হিসেবে আমরা যখন কাজ শুরু করেছিলাম, তখন প্রায় ৬০০০০ টাকা বেতন পেতাম।”
প্রসঙ্গত কানপুরে জন্ম গৌরবের। এরপর আইআইটি খড়গপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে বিমান চালকের পেশা বেছে নিয়েছেন। ইন্ডিগোর হাত ধরেই চাকরি জীবনে প্রবেশ করেন। তবে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ সফল তিনি। ‘ফ্লাইং বিস্ট’, ‘ফিট মাসল টিভি’ এবং ‘রসভরি কে পাপা’ নামে ৩টি জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর।