জন্ম নিল বিশ্বের সবথেকে প্রাচীনতম শিশু। ৩০ বছর ভ্রূণ হিমায়িত থাকার পর পৃথিবীর আলো দেখল এক শিশু।আমেরিকার ওহিও প্রদেশের এক দম্পতির কোলে জন্ম নিয়েছে এই শিশু। লন্ডনের বছর ৩৫-এর লিন্ডসে পিয়ারসে এবং বছর ৩৪-এর টিম পিয়ারস বেশ কিছু বছর ধরেই গর্ভধারণের চেষ্টা করছিলেন। গত সাত বছর ধরেই তাঁরা এই চেষ্টা করছিলেন। শেষে থ্যাডেউস ড্যানিয়েল পিয়েরস বিশ্বের প্রাচীনতম শিশু হিসাবে জন্ম নেয়।
advertisement
advertisement
বছর ৬২-এর লিন্ডা আরচার্ড ১৯৯৪ সালে ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির সাহায্য নেন। চারটি ভ্রূণের মধ্যে থেকে একটি ভ্রূণ থেকে আরচার্ডের মেয়ের জন্ম হয়।
সে এখন ৩০ বছরের যুবতী। তাঁর নিজের বছর ১০-এর এক শিশু কন্যা রয়েছে। অন্যদিকে তিনটি ভ্রূণকে সংরক্ষণের জন্য পাঠানো হয়।
advertisement
advertisement
এরপরে বছরের পর বছর কেটে যায়। কিছুদিন আগে আরচার্ড খোঁজ পান ওই দম্পতির।
তিনিই সিদ্ধান্ত নেন একটি ভ্রূণ দম্পতিকে দেওয়ার। এরপরেই ২০২৪ সালের নভেম্বর মাসে ভ্রূণটি লিন্ডসের গর্ভে স্থাপন করা হয়। এরপরেই জন্ম নেয় বিশ্বে সবথেকে প্রাচীনতম শিশু।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 03, 2025 9:38 AM IST