TRENDING:

VIDEO: স্কুলের ভাঙাচোরা শৌচাগারের পিছনে এ কোন দৃশ্য… যেন এক অন্য ‘দুনিয়া’, ভাইরাল ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা

Last Updated:

World of Buzz: ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গগারায় রয়েছে স্কুলটি। তবে সেই স্কুলের ঠিক পিছন দিকেই যেন একটা আলাদাই ‘দুনিয়া’!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের পৃথিবী যে কতটা অনন্য, সেটা না দেখলে বা না জানলে বোধহয় বোঝা সম্ভবই নয়! অনেক সময় কোনও কোনও জিনিস এমন জায়গায় দেখা যায়, যা আমরা আশাই করি না। আর এমনটা হলে কিন্তু দৃষ্টিভঙ্গি পুরোপুরি ভাবে বদলে যেতে বাধ্য! সম্প্রতি এমনই এক ঘটনার কথা সামনে এসেছে। একটি স্কুলের শৌচাগারের ঠিক পিছনে এমন কিছু দেখা গিয়েছে, যা সকলকে মুগ্ধ করতে পারে। কিন্তু কী এমন দেখা গেল সেখানে, সেটাই জেনে নেব এই প্রতিবেদন থেকে।
স্কুলের ভাঙাচোরা শৌচাগারের পিছনে এ কোন দৃশ্য… যেন এক অন্য ‘দুনিয়া’, ভাইরাল ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা
স্কুলের ভাঙাচোরা শৌচাগারের পিছনে এ কোন দৃশ্য… যেন এক অন্য ‘দুনিয়া’, ভাইরাল ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা
advertisement

আরও পড়ুন– দীর্ঘদিন ধরে এক বৃদ্ধ দম্পতিকে খুঁজছিল পুলিশ; রাস্তায় মোটরবাইক থামিয়ে তাঁদের সঙ্গে যা করা হল, স্তম্ভিত নেট দুনিয়া

আসলে ইন্দোনেশিয়ার একটি স্কুলের শৌচাগারের পিছনের দিকে যে দৃশ্য চোখে পড়েছে, সেটা চাক্ষুষ করার জন্য পর্যটকরা কাড়ি কাড়ি টাকা খরচ করে দেশ-বিদেশে ঘোরেন। ওয়ার্ল্ড অফ বাজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গগারায় রয়েছে স্কুলটি। তবে সেই স্কুলের ঠিক পিছন দিকেই যেন একটা আলাদাই ‘দুনিয়া’! আসলে স্কুলের শৌচাগারের পিছনের দিকে গেলেই চোখে পড়বে অপূর্ব নয়নাভিরাম দৃশ্য! আর সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

advertisement

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, স্কুল ক্যাম্পাসের মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছেন এক তরুণ। এরপর ভাঙাচোরা দু’টি শৌচাগারের মাঝখান দিয়ে পেরিয়ে পিছনে চলে যেতেই যেন ম্যাজিক! দেখা যায়, একটা পাহাড়ি এলাকা। আসলে ওই স্কুলটিও উঁচু পাহাড়ি এলাকাতেই রয়েছে। আর সেই পাহাড়ের নিচ দিয়েই বয়ে চলেছে সমুদ্র। যার জলের উজ্জল নীলচে সবুজ আভা দেখলে চোখ একেবারে জুড়িয়ে যাবে। প্রথম দর্শনেই হয়তো কোনও পর্যটন স্থল বলে মনে হয়। আর যারা ওই স্কুলে পড়ে, তাদের তো সোনায় সোহাগা! প্রতিদিন ওই নয়নাভিরাম দৃশ্য দেখেই হয়তো তৃপ্ত হয় তাদের চোখ।

advertisement

আরও পড়ুন- স্টেশনের প্ল্যাটফর্মে বেআইনি দখলদার মুক্ত করতে অভিযান চালাচ্ছে পূর্ব রেল

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোকেও টেক্কা দেয় 'কালী গ্রামে'র কালীপুজো! বাড়ি বসেই দেখুন বিসর্জনের আয়োজন
আরও দেখুন

এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ট্যুইটার অ্যাকাউন্ট @gunsnrosesgirl3 থেকে। ভিডিওটির ভিউ ১ কোটিরও বেশি। রিঅ্যাকশন থেকে শুরু করে কমেন্ট যেন উপচে পড়েছে ওই পোস্টে। এক নেটিজেন বলেছেন, “দৃশ্যটা তো খুবই সুন্দর। কিন্তু এটা খুবই বিপজ্জনক। কারণ কেউ এখান থেকে নিচে পড়ে যেতেই পারেন।” আবার অন্য এক নেটাগরিকের বক্তব্য, “দুপুরের খাবার খাওয়ার সময় এমন সুন্দর দৃশ্য দেখা সত্যিই অনন্য অভিজ্ঞতা!” আর এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, “দৃশ্যটা তো খুবই সুন্দর। কিন্তু এটা তো অন্যমনস্ক করে দেবে। কারণ সারাদিন পড়ুয়ারা তো ওই দৃশ্যের দিকেই তাকিয়ে বসে থাকবে।”

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
VIDEO: স্কুলের ভাঙাচোরা শৌচাগারের পিছনে এ কোন দৃশ্য… যেন এক অন্য ‘দুনিয়া’, ভাইরাল ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল