Eastern Railway: স্টেশনের প্ল্যাটফর্মে বেআইনি দখলদার মুক্ত করতে অভিযান চালাচ্ছে পূর্ব রেল

Last Updated:

যাত্রী হয়রানি ঠেকাতে এই ব্যবস্থা দাবি রেলের ৷

প্ল্যাটফর্ম দখলদার মুক্ত করতে অভিযান চালাচ্ছে পূর্ব রেল
প্ল্যাটফর্ম দখলদার মুক্ত করতে অভিযান চালাচ্ছে পূর্ব রেল
আবীর ঘোষাল, কলকাতা: স্টেশনের প্ল্যাটফর্ম বেআইনি দখলমুক্ত করতে পূর্ব রেলওয়ে বদ্ধপরিকর। ইতিমধ্যেই ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার-সহ একাধিক রেলের আধিকারিকরা বিভিন্ন স্টেশন-সহ একাধিক জায়গায় গিয়ে পরিদর্শন করছেন। বেআইনি দখলদার মুক্ত করতে বিভিন্ন স্টেশনে অভিযান চালানো হয়েছে। স্টেশন চত্বর দখলদার মুক্ত করা হয়েছে।
পূর্ব রেলের সাবারবান সেকশনের বেশ কিছু স্টেশনে প্রায়ই দেখা যায় প্যাসেঞ্জারদের দাঁড়ানোর নির্দিষ্ট জায়গাটুকু নেই, তার কারণ প্রচুর অননুমোদিত দোকান, স্টেশন ও প্ল্যাটফর্ম চত্বরের মধ্যে অবাঞ্ছিত ভাবে গড়ে উঠেছে, ফলে যাত্রীদের অপেক্ষা করার জায়গা ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। পূর্ব রেল কর্তৃপক্ষের নজরে এসেছে যে ট্রেন যখন আসছে প্ল্যাটফর্মের ওই স্বল্প পরিসরের মধ্যে প্রচুর মানুষ একসঙ্গে কোনওরকমে ট্রেনে ওঠার এবং নামার চেষ্টা করছেন, তার ফলে অযথাই যাত্রীগণ বিপদের সম্মুখীন হচ্ছেন, কোনও কোনও ক্ষেত্রে যা দুর্ঘটনায় রূপান্তরিত হচ্ছে। এই ধরনের ঘটনা কখনোই কাঙ্খিত নয়।
advertisement
advertisement
পূর্ব রেল সর্বদাই এই চেষ্টা করে, যেন প্রত্যেকটি যাত্রী নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। স্টেশন চত্বরের মধ্যে রেলের অনুমোদিত দোকানগুলি একাধারে যেমন পণ্যের গুণগত মান রক্ষা করতে পারে না, অন্যদিকে অযথাই স্টেশন চত্বরের একটি অংশ অনধিকার দখলের মাধ্যমে যাত্রীদের সমস্যা তৈরি করে। কাজেই যাত্রীদের কাছে অনুরোধ, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র স্টেশন চত্বরে এই অনুমোদিত দোকানগুলি থেকে না কিনে অন্য কোনও বিকল্প জায়গা থেকে কিনলে এই দুই সমস্যা থেকেই মুক্তি পাওয়া যেতে পারে।
advertisement
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘‘বহু জায়গায় সমস্যা নজরে এসেছে ৷ যাত্রীরাও আমাদের তাদের অসুবিধার কথা জানিয়েছেন৷ এই অবস্থায় বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম দখলদার মুক্ত করার কাজ দ্রুত গতিতে করা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে যাত্রীদের চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হতে হয়। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। পূর্ব রেলওয়ে, সবার কাছে প্ল্যাটফর্ম চত্বর বেআইনি দখলমুক্ত করে নিত্যযাত্রীদের যাতায়াত সুগম করার অনুরোধ জানায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Eastern Railway: স্টেশনের প্ল্যাটফর্মে বেআইনি দখলদার মুক্ত করতে অভিযান চালাচ্ছে পূর্ব রেল
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement