TRENDING:

বোনের বিয়েতে পিতৃতান্ত্রিক আচার-অনুষ্ঠানে উপস্থিত থেকে নেটিজেনদের চমকে দিলেন তিনি

Last Updated:

নিজের বোনের বিয়েতে প্রতিটি আচার অনুষ্ঠানে রীতিমত অংশগ্রহণ করে সবাইকে তাক লাগিয়ে দিলেন একজন ইনস্টাগ্রাম ইউসার। যে সমস্ত আচার অনুষ্ঠান শুধুমাত্র পুরুষদের জন্য তিনি নিজে সেখানে অন্তর্ভুক্ত হয়ে একটি দৃষ্টান্ত তৈরি করেছেন। women brings changes in patriarchal rituals

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আমাদের দেশে বিয়ে মানেই বিভিন্ন আচার অনুষ্ঠানের সংমিশ্রণ। পিতৃতান্ত্রিক এই সব আচার অনুষ্ঠানে কিছু ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ বা ছেলেদেরই অধিকার আছে। এমন সব নিয়মকে জলাঞ্জলি দিয়ে নিজের বোনের বিয়েতে প্রতিটি আচার অনুষ্ঠানে রীতিমত অংশগ্রহণ করে সবাইকে তাক লাগিয়ে দিলেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। যে সমস্ত আচার অনুষ্ঠান শুধুমাত্র পুরুষদের জন্য তিনি নিজে সেখানে যুক্ত হয়ে একটি দৃষ্টান্ত তৈরি করেছেন এই মহিলা।
advertisement

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী নিজের বোনের বিয়েতে সব রকমের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত হয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন। বোনের বিয়ের কোনও অনুষ্ঠান তিনি মিস করতে চাননি, তাই পিতৃতান্ত্রিক নিয়ম না মেনে সব সময় নিজের বোনের পাশে থেকেছেন। একজন মহিলা হয়ে এখানে তিনি তার বোনের প্রতি ভালোবাসা এবং নারীর মনের দৃঢ়তাকে তুলে ধরেছেন যা বহু মহিলাদের কাছে একটা অনুপ্রেরণা হয়ে থাকবে।

advertisement

রিয়া চোপড়া নাম এই ইনস্টাগ্রাম ইউজার তার আদরের বোনের বিয়ের এই ছবিটি শেয়ার করেন। তার কথায় যে বোন তাকে ২৩ বছর ধরে ভালোবাসা, যত্ন, স্নেহ ,মমতা দিয়ে বড় করেছে , বিপদ থেকে রক্ষা করেছে এবং জীবনভর তাকে সঙ্গ দিয়েছে তার বিয়েতে সমস্ত রকম আচার অনুষ্ঠানে তিনি নিজেকেও লিপ্ত রাখতে চেয়েছেন। এই পিতৃতান্ত্রিক সমাজে কিছু আচার অনুষ্ঠান এমন আছে যেখানে মেয়েদের কোণঘেঁষা করে রাখা হয়, সেখানে শুধু ভাইদের বা পুরুষদেরই অধিকার আছে , মেয়েদের বা বোনেদের নেই। কিন্তু একজন মহিলা হয়ে তিনি এক কোনে চুপ করে বসে না থেকে তার বোনের প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ফুলের চাদর ধরা থেকে শুরু করে, তিলক করা, ফেরেতে পুজো করা পর্যন্ত, সমস্ত ক্ষেত্রে তিনি নিজেকে অন্তর্ভুক্ত করেছেন। এটা সত্যি বাকি মেয়েদের কাছে একটা অনুপ্রেরণা।

advertisement

গত ৩১শে মে ,২০২২ এ পোস্টটি শেয়ার করার পর ট্যুইটারের কমেন্ট বক্স প্রশংসায় ভরে ওঠে।

একজন বন্ধু মেসেজে তাঁকে জানিয়েছেন, তার নিজের বোনের বিয়েতেও এই ভাবে বিয়ের আচারে অংশ নিতে উৎসাহিত ও অনুপ্রাণিত বোধ করছেন তিনি। তার বন্ধু তাকে যা লিখেছিলেন তার স্ক্রিনশটও শেয়ার করেছেন। “হ্যালো রিয়া, আমি তোমাকে কখনও বলিনি। তুমি সত্যিই আমাকে অনুপ্রাণিত করেছ। আমার বোনের বিয়েতে অনুষ্ঠান করতে চাই এইভাবে। যদিও আমার পরিবার প্রথমে না বলেছিল, কিন্তু তুমি এটি করেছ জেনে, আমি জানতাম যে আমিও এটি করতে পারি। তারপর আমাকে শুধু পন্ডিত জির সঙ্গে কথা বলতে হয়েছিল এবং তিনি রাজি হয়েছিলেন। সুতরাং, এর জন্য সত্যিই তোমাকে ধন্যবাদ কারণ আমি এমন মেমরি তৈরি করেছি যা আমি চিরকাল মনে রাখব।” মহিলাটি রিয়াকে বলেছিলেন।

advertisement

একজন ট্যুইটার ব্যবহারকারী কমেন্ট করেছেন "কীভাবে কিছু প্রথা ভেঙে সংস্কার করা হয়, এটি তার একটি সুন্দর এবং দুর্দান্ত উদাহরণ। আপনি এবং আপনার বোনের জন্য আরও শক্তি এবং ভালোবাসা কামনা করি।"

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অপর একজন ব্যবহারকারী ট্যুইট করেছেন, “সম্প্রতি এক বন্ধুর বিয়েতে যোগ দেওয়ার পর, আমি আমার বোনের বিয়েতেও একই কথা ভাবছিলাম। যেমন আমি কোথায় ফিট করব? এটি সত্যিই দুর্দান্ত এবং অনুপ্রেরণামূলক শোনাচ্ছে!" এরকম অনেক ছোট ছোট পদক্ষেপ সমাজের কিছু চিরাচরিত প্রথাকে সংশোধন করতে সাহায্য করে এবং সবার কাছে দৃষ্টান্ত তুলে ধরে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বোনের বিয়েতে পিতৃতান্ত্রিক আচার-অনুষ্ঠানে উপস্থিত থেকে নেটিজেনদের চমকে দিলেন তিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল