ভিডিওটি অনলাইনে শেয়ার হওয়ার পর ৬ লাখেরও বেশি ভিউ পেয়েছে। তার কণ্ঠে এই গান শুনে নেটিজেনরা অবাক হয়ে গেছিলেন এবং বহু মানুষে প্রশংসনীয় অনেক কমেন্টও করেছেন। ভিডিওটি এখানে দেখুন।
এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে আমাদের দেশে এমন প্রতিভার কোন অভাব নেয়। এর আগেও এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে অজানা লোকের কণ্ঠে গাওয়া সুরেলা কিছু গান মানুষের মন কেড়ে নিয়েছিল। ইন্টারনেটে এমন উদাহরণ অনেক আছে। তাদের হয়ত আমরা চিনি না বা জানিনা , কিন্তু তাদের গাওয়া গান শুনলে মনে হয় মনের কোন এক জায়গায় তারা স্থান বানিয়ে ফেলেছে।
advertisement
গানটি শুনে একজন ইউসার লিখেছেন "হ্যাট অফ,"
ইউসাররা অনেকে তার গানটি শুনে অনেক সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছেন এবং ওই মহিলার প্রশংসাও করেছেন। হয়তো ভিড়ের মধ্যে আমরা এদের খুঁজে পাবোনা , কিন্তু এদের ভাইরাল হওয়া গানগুলো চিরকাল মনে রয়ে যাবে।
Location :
First Published :
December 22, 2022 2:10 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পঞ্চগনির পারসি পয়েন্টে দাঁড়িয়ে লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল মহিলার ভিডিও