TRENDING:

Woman Sells Sweat to Buy BMW: কাজ ছেড়ে শরীরের ঘাম বেঁচেই কোটিপতি মহিলা! এক বোতলের দাম ৪৩ লক্ষ টাকা

Last Updated:

Woman Sells Sweat to Buy BMW: অ্যলেক্সিয়া জানিয়েছেন যে, তিনি একসময় বারিস্টা কফি শপে কাজ করত। কিন্তু চাকরি ছাড়ার পর সে অনলাইন মডেলিং শুরু করে। এরপর অ্যলেক্সিয়া একটি অদ্ভুত ব্যবসা শুরু করে৷ নিজের শরীরের ঘাম বিক্রি। বিস্তারিত জানুন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Woman Sells Sweat to Buy BMW: কাজ ছেড়ে শরীরের ঘাম বেঁচেই কোটিপতি মহিলা! কিনে ফেললেন বিএমডব্লু, দেখুন ছবি
Woman Sells Sweat to Buy BMW: কাজ ছেড়ে শরীরের ঘাম বেঁচেই কোটিপতি মহিলা! কিনে ফেললেন বিএমডব্লু, দেখুন ছবি
advertisement

কিছু মানুষ আবার চাকরি ছাড়তে বেশি সময় নেন না। তারা এমন অদ্ভুত কাজ শুরু করেন, যার থেকে আয় চাকরির থেকে অনেক বেশি হয়৷ এমনই কাজ করেছেন আমেরিকার এক যুবতী৷ সে আগে এক কফি শপে কাজ করত৷ সেই কাজ ছেড়ে সে এরপর নিজের ঘাম বেঁচা শুরু করে৷ আর তাতেই কোটিপতি হয়ে যায়৷

advertisement

আরও পড়ুন: ধন-সম্পত্তির লোভে মেয়ের বলি দিতে চেয়েছিল বাবা, তন্ত্র সাধনায় বেঁধেছিল স্ত্রীকেও!

যুবতীর নাম অ্যলেক্সিয়া গ্রেস, বয়স ২৫ বছর। অ্যলেক্সিয়া জানিয়েছেন যে, তিনি একসময় বারিস্টা কফি শপে কাজ করত। কিন্তু চাকরি ছাড়ার পর তিনি অনলাইন মডেলিং শুরু করে। এরপর অ্যলেক্সিয়া একটি অদ্ভুত ব্যবসা শুরু করে৷ নিজের শরীরের ঘাম বিক্রি। তিনি সম্প্রতি তার ভক্তদের সঙ্গে সেই বিষয়ে জানিয়েছেন।

advertisement

অ্যলেক্সিয়া কথায়, চাকরি ছাড়ার পর তিনি অনলাইনে ব্যক্তিগত ছবি ও ভিডিও শেয়ার করতে শুরু করেন। কিন্তু আয় তেমন হচ্ছিল না৷ এরপরই সে নিজের ঘাম বিক্রি করা শুরু করে৷  যার এক বোতলের দাম ওঠে  প্রায় ৪৩ লাখ ৬৭ হাজার টাকা!

আরও পড়ুন: ড্রেনে জোড়া কুমির! ভয়ে ঘুম উড়ল স্থানীয় বাসিন্দাদের, দেখুন সেই ভিডিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঘাম বিক্রি করে কোটিপতি হয়ে যাওয়া এই এডাল্ট মডেল জানিয়েছে, বারিস্টা কফি শপে কাজ করার সময় তিনি মডেলিং-এর দুনিয়ায় জয়েন করেন। কিন্তু শুরুতে বিশেষ আয় হচ্ছিল না। তবে দুই বছরের পরিশ্রমের পর ২০২১ সালে অ্যলেক্সিয়া চাকরি ছেড়ে পূর্ণকালীন মডেলিং শুরু করেন৷ সেই সময় বার্ষিক আয় ১ কোটি ৩১ লাখ টাকা হয়। এখন ঘাম বেঁচে তার আয় অনেক বেড়ে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Woman Sells Sweat to Buy BMW: কাজ ছেড়ে শরীরের ঘাম বেঁচেই কোটিপতি মহিলা! এক বোতলের দাম ৪৩ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল