সোমবার পূর্ব দিল্লির প্রীত বিহারে মাহিন্দ্রার একটি শোরুমে এক বড়সড় নাটকীয় ঘটনা ঘটে গেল। চার চাকার গাড়ি কেনার পর পরই এক মহিলা দুর্ঘটনাক্রমে শো-রুমের কাচের দেওয়াল ভেঙে একটি থর গাড়ি চালিয়ে দিলেন এবং পড়লেন গিয়ে চারতলা থেকে সোজা নীচে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। সোমবার সন্ধ্যায় গাড়ি কিনে পুজা করার সময় মহিলা দুর্ঘটনাক্রমে অ্যাক্সিলারেটর চাপ দেন। পিটিআইয়ের একজন কর্মকর্তা বলেন, “মালিক ভুলবশত অ্যাক্সিলারেটরে চাপ দেন, যার ফলে গাড়িটি শো-রুমের কাচের দেওয়াল ভেঙে মাটিতে পড়ে যায়। একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
advertisement
আরও পড়ুন: দু’ঘণ্টার মধ্যেই ৪ জেলায় বৃষ্টি! হলুদ সতর্কতা…কাঠ ফাটা রোদ, দরদর করে ঘাম থেকে একটু রেহাই
দুর্ঘটনার পরের একটি ভিডিওতে শো-রুমের নীচের রাস্তায় উল্টে যাওয়া গাড়িটি দেখা যায়। এনডিটিভির রিপোর্ট অনুসারে, ২৯ বছর বয়সী ওই মহিলার নাম মণি পাওয়ার। গাড়িটি বাড়ি নিয়ে যাওয়ার আগে তিনি যে আচার-অনুষ্ঠান করতে চেয়েছিলেন, তাতে গাড়ির টায়ারের নিচে একটি লেবু পিষে দেওয়ার কথা ছিল। তবে, দুর্ঘটনাক্রমে তিনি অ্যাক্সিলারেটরে চাপ দেওয়ার ফলে গাড়িটি শো-রুমের ফ্লোর থেকে বেরিয়ে যায় এবং নীচে রাস্তায় গিয়ে পড়ে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঘটনার সময়ে বিকাশ নামে একজন শো-রুম কর্মচারী যাত্রীর পাশে গাড়ির ভিতরে বসে ছিলেন। গাড়িটি দোকান থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ফুটপাতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে এয়ারব্যাগগুলি খুলে যায়। আহতদের নিকটবর্তী মালিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে যে, এই বিষয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।