TRENDING:

Wife Fights With Mother in Law: রাস্তাতেই শাশুড়ি বউয়ের ভয়ঙ্কর লড়াই! 'ভগবান এমন বৌ যেন কাউকে না দেন', বলছে পাড়ার লোকেরা

Last Updated:

wife fights with mother in law: রাস্তাতেই শাশুড়ি বউয়ের ভয়ঙ্কর লড়াই! 'ভগবান এমন বৌ যেন কাউকে না দেন', বলছে পাড়ার লোকেরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শাশুড়ি - বউয়ের ভয়ঙ্কর লড়াই
শাশুড়ি - বউয়ের ভয়ঙ্কর লড়াই
advertisement

আরও পড়ুন: স্টেশনকে হিন্দিতে কী বলে? ৯৯‍% মানুষই জানেন না এর সঠিক উত্তর, আপনি জানেন?

শুক্রবার পালি রামলীলা চৌরাহায় দেখা যায় দুই মহিলা একে অপরের সাথে মারামারি করছেন। যখন লোকজন জানার চেষ্টা করে, তখন জানা যায় যে, উভয় মহিলা ভাগবান্দপুরের বাসিন্দা এবং তারা সম্পর্কে শাশুড়ি-বৌমা। বৌমার অভিযোগ, তার শাশুড়ি তাকে মারধর করেছে। অপরদিকে, শাশুড়ির অভিযোগ, তার বৌমা তাকে গালিগালাজ করে। জানা যায়, বাড়িতে রোজ ঝগড়া ও মারধরে বিরক্ত হয়ে বৌ বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। শাশুড়ি তাকে অনুসরণ করে রামলীলা চৌরাহায় ধরে ফেলে। তারপরই শুরু লড়াই।

advertisement

শাশুড়ি তার বৌমাকে বাড়ি ফিরে আসার জন্য অনুরোধ করেন, কিন্তু বৌমা কোনোভাবেই শাশুড়ির কথা মানতে রাজি ছিল না। শাশুড়ি-বৌমার মধ্যে দীর্ঘ সময় ধরে তুমুল বাক-বিতণ্ডা চলে। রাস্তার মাঝে এই নাটক দেখতে লোকজন ভিড় করে ফেলে। এদিকে, কেউ ফোন করে পালি থানায় খবর দেয়, তারপর পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকেই থানায় নিয়ে যায়।

advertisement

আরও পড়ুন: চিড়িয়াখানায় দর্শকদের দিকে পটি ছুঁড়ে মারল জলহস্তী! দেখুন ভিডিও

বৌমার অভিযোগ, বিয়ের পর ৩ মাস তার কাছে সমস্ত সোনা গয়না ছিল৷ সেই সময় তার দেওর তাকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি। তার বাপের বাড়ির লোকজন বিয়েতে ২.৫ লক্ষ টাকা খরচ করেছেন৷ এক টাকা কমও হয়নি। এত কিছুর পরও সে দেওর এবং শাশুড়ি কাছে রোজ মার খায়৷ আজও খেয়েছে এবং তাই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে৷

advertisement

শাশুড়ি-বৌয়ের লড়াই দেখতে রাস্তার উপর লোকজন ভিড় করে ফেলেছিল৷ তার মধ্যেই বৌমা চিৎকার করতে থাকে, “রাস্তার ওপর কেন আমায় অপমান করছেন, আমার ইজ্জত আছে। আমি বাড়ি যাব না৷” অন্যদিকে, ক্লাইম্যাক্স সিনে  শাশুড়ি বৌমার পা ছুঁয়ে বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করতে থাকে। তাতেও চিঁড়ে ভেজেনি৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Wife Fights With Mother in Law: রাস্তাতেই শাশুড়ি বউয়ের ভয়ঙ্কর লড়াই! 'ভগবান এমন বৌ যেন কাউকে না দেন', বলছে পাড়ার লোকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল