১) বিজ্ঞানীরা বলছেন, আজকের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে পৃথিবী থেকে চাঁদকে সবচেয়ে ছোট সাইজের দেখা যাবে ৷ বিজ্ঞানীদের কথায়, সাইজে প্রায় ১২ শতাংশ ছোট সাইজের দেখা যাবে ৷
২) বিজ্ঞানীদের কথায়, আজকের চন্দ্রগ্রহণের সময় রক্তের মতো লালবর্ণ ধারণ করবে চাঁদ ৷ তাই একে ব্লাডমুনও বলা হচ্ছে ৷ এই গ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে পৃথিবী ৷ আর এই সময় সূর্যের কিরণ একেবারে আটকে গিয়ে পড়ে চাঁদের ওপর ৷ সেই কারণেই লাল হয়ে ওঠে চাঁদ ৷
advertisement
৩) অন্যদিনের তুলনায় চাঁদের চমক আজকে থাকবে কম ৷ বরং আকাশের আজ সবচেয়ে ঝকঝকে হয়ে উঠবে মঙ্গলগ্রহ ৷ তাই চাঁদের গ্রহণের পাশাপাশি মঙ্গল গ্রহকে দেখতেও ভুলবেন না ৷
৪) বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজকের এই চন্দ্রগ্রহণ প্রায় ১৫০ বছর পর হচ্ছে ৷ এই নিয়ম মেনেই এইরকম চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ১৫০ বছর পর৷ তাই এই গ্রহণ মিস করা উচিত হবে না ৷
৫) আজ চাঁদ ফিরবে নিজের রূপে ৷ বিনা কোনও চমশাতেই চাঁদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আজকে ৷ হালকা নীল রঙের চাঁদনি আলো থেকে রক্তবর্ণ চাঁদ ৷ এই রূপান্তরকে চাক্ষুষ করতেই হবে আজ আকাশে ৷