TRENDING:

Weird News Job Offer: ইন্টারভিউ চলছে, চাকরিপ্রার্থী বলল, 'এত দেরি করলেন কেন?', প্রশ্ন শুনে 'থ' মালিক! চাকরিটা কে পেল জানেন?

Last Updated:

Weird News Job Offer: সোশ্যাল মিডিয়ায় রেডিটে ভাইরাল হওয়া এই ঘটনায় যা জানা গিয়েছে তা এককথায় অবিশ্বাস্য। বসকে চাকরিপ্রার্থীর প্রশ্ন, 'দেরি করলেন কেন'? তারপর কী হল জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চাকরির পরীক্ষা বা ইন্টারভিউতে প্রার্থী দেরি করলে মুশকিলে পড়ে হতে পারে। পরীক্ষায় বসতে না পারা থেকে চাকরি না হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় দেরি করলে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রেডিটে ভাইরাল হওয়া একটি ঘটনায় যা জানা গিয়েছে তা একেবারে উল্টো ও এককথায় অবিশ্বাস্য। কেন জানেন?
প্রতীকী ছবি সৌজন্যে মেটা এআই
প্রতীকী ছবি সৌজন্যে মেটা এআই
advertisement

কারণ, এখানে একজন ইন্টারভিউয়ার বা চাকরিদাতা দেরিতে এসেছেন। রেডিটের এক পোস্টে একজন চাকরিপ্রার্থী জানান, তাঁর ইন্টারভিউয়ার ৪৫ মিনিট দেরি করায় তিনি বিচলিত হয়ে পড়েন। এমনকী সেই চাকরি তিনি নিতেও চাননি। ঘটনাটি বিদেশের কোথাও ঘটেছে, তবে জায়গার নাম জানা যায়নি।

আরও পড়ুন: ৫ মাস বিয়ের পরেও স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি! একদিন ভালবেসে স্বামী বলল ৩ শব্দ, পেল এমন উত্তর ভাবাই যায় না…

advertisement

নিকোল নামে আবেদনকারী তখন তাঁর চাকরিদাতাকে বলেছিলেন যে, তিনি এই পদটি প্রত্যাখ্যান করছেন। তিনি জানান যে, এতক্ষণ অপেক্ষা করে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। ‘আমি চাকরি পেয়েছিলাম, কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমি তাঁকে যে ইমেইল পাঠিয়েছি সেখানে উল্লেখ করেছি।’ নিকোল রেডিটের পোস্টে লিখেছেন একথা।

আরও পড়ুন: বিয়ের রাতে চার সন্তানের ‘মা’ হন কবিতা কৃষ্ণমূর্তি, আমূল বদলে যায় জীবন! বিখ্যাত গায়িকার জীবনের ঘটনাও বিখ্যাত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি লিখেছেন, ‘আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি এটি অনেক চিন্তাভাবনা করেছি, এবং যদিও আমি আপনার প্রস্তাবের প্রশংসা করি, আমি ভয় পাচ্ছি যে আমাকে এই সময়ে প্রত্যাখ্যান করতে হবে। এটা বলতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু গতকালের বৈঠক আমার প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমি আশা করেছিলাম যে আপনি সময়মতো উপস্থিত হবেন এবং আপনি নিজে আমাকে জানাবেন, আমার সঙ্গে দেখা করবেন। আপনি শুধু দেরি করেননি, আপনি রক্ষণাত্মক হয়ে উঠেছিলেন এবং আমি যখন এটি উল্লেখ করেছি তখন আপনি অজুহাত তৈরি করে বেরিয়ে যান। এই গুণাবলী আমিও একজন বসের মধ্যে খুঁজছি না। আমি মনে করি আমরা উভয়ই একমত হতে পারি যে আমাদের ভূমিকা পরিবর্তন করা হলে আপনার আচরণ যথাযথ বলে বিবেচিত হত না।’ সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে নিকোলের এই কাণ্ডে। আপনার কী মত?

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Weird News Job Offer: ইন্টারভিউ চলছে, চাকরিপ্রার্থী বলল, 'এত দেরি করলেন কেন?', প্রশ্ন শুনে 'থ' মালিক! চাকরিটা কে পেল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল