আরও পড়ুন– বেইরুটে ফের এয়ারস্ট্রাইক ইজরায়েলের, খতম হিজবুল্লাহর ড্রোন কমান্ডার Mohammed Srur
সম্প্রতি এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রাণীটি, যা জায়ান্ট স্টারজিয়ন ফিশ নামে পরিচিত, ক্যামেরায় বন্দী না হলে হয়তো আমরাও বিশ্বাস করতাম না এর অস্তিত্বের কথা। এক্স হ্যান্ডল @AMAZlNGNATURE-এ প্রায়ই অবাক করা নানা ভিডিও পোস্ট করা হয়। সম্প্রতি এই ভিডিও শেয়ার করা হয়েছে যাতে কয়েকজনকে নৌকায় দাঁড়িয়ে মাছ ধরতে দেখা যাচ্ছে। সেই সময় চারপাশের নদীর জল খুবই শান্ত ছিল। ওই ঘটনাটি কানাডায় ঘটেছে বলে জানা গিয়েছে।
advertisement
জলে সাঁতার কাটতে দেখা গেল অদ্ভুত মাছ
ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, হঠাৎ ওই মাছ ধরার দলের লোকজনের বঁড়শি নড়তে শুরু করে। এরপর কারণ জানতে জলের দিকে মনোযোগ সহকারে তাকাতেই আমাদের চোখের সামনে একটি প্রাণী ভেসে উঠবে। দেখতে অনেকটা কুমিরের মতো লম্বা এবং শরীরে অদ্ভুত নকশাকাটা ডিজাইন রয়েছে। ধীরে ধীরে এই প্রাণীটিকে জলের উপর বড় হয়ে ভেসে উঠতে দেখা যায়।
ভিডিও ভাইরাল হচ্ছে
এই ভিডিওটি ইতিমধ্যেই ২২ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিও অনুসারে, এই মাছটির নাম Giant Sturgeon Fish। এই মাছ ১০ ফুট পর্যন্ত লম্বা হয় এবং ২২৭ কেজি পর্যন্ত ওজনের হয়। এই ভিডিও দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন সঙ্গত কারণেই।