এই ভিডিওটি (Viral Video) ট্রেন্ডিং ওয়েডিং কাপল থেকে শেয়ার করা হয়েছে, ইনস্টাগ্রামে বিয়ের ভিডিও শেয়ার করা একটি অ্যাকাউন্ট এটি। বর এবং কনের বিবাহ এবং সুন্দর মুহূর্ত সম্পর্কিত ভিডিওগুলি এই ইনস্টাগ্রাম পেজে প্রায়শই শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের পর এক কনে সলাজ পায়ে বরের ঘরে ঢুকছেন। আর সেখানেই শ্বশুরবাড়ির লোকজন কনেকে (Wedding Viral) চমৎকার এক উপহার দিয়েছেন। উপহার দেখে কনের মুখ লজ্জায় লাল হয়ে গেল নিমেষে।
advertisement
ফুলসজ্জার রাতে বর-কনের (Wedding Viral) ঘর ফুল দিয়ে সাজানো হলেও ফুল ছাড়াও আরও নানা জিনিস দিয়ে সাজানো হয় এই ঘর। ভিডিওতে দেখা যায় নববধূ যখন তার ঘরে প্রবেশ করেন, তখন তিনি খুব খুশি হন। কনে প্রথমবার শোওয়ার ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে একটি বিস্ময়কর সারপ্রাইজ পান। তার পুরো ঘরটি হলুদ, কমলা এবং সোনালী থিম বেলুন দিয়ে সজ্জিত ছিল। এত সুন্দর করে সাজানো ঘর দেখে কনে খুশিতে ফুলে ওঠে না। এমনকি বরের গালে গালের আলতো ছোঁয়ায় (Bride and Groom) কৃতজ্ঞতাও জানাতে ভোলেন না কনে।
ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে কনে যখন এন্ট্রি নিচ্ছেন তখন ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা পরিবারের সকলে করতালি দিচ্ছেন। এই ভিডিওটি এতটাই অসাধারণ যে এটি এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। অন্যদিকে, এই সুন্দর চমকের জন্য নববধূ যেভাবে তাঁর স্বামীকে ধন্যবাদ জানিয়েছেন তা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।