TRENDING:

Love Affair: ৭ বছর ধরে গোপনে...! বয়সকে তুড়ি মেড়ে ৭০ বছরে ৬৫-র মহিলাকে বিয়ে করলেন বৃদ্ধ, প্রেমকাহিনি জানলে চমকে যাবেন

Last Updated:

Love Affair: বিহারের মধুবনী জেলা থেকে এই অনন্য প্রেমের গল্প সামনে এসেছে। মধুবনী চিত্রকলায় বিয়ের আচারের উজ্জ্বল সমারোহ, জীবনেও এবার তারই প্রতিফলন দেখা গেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বৃদ্ধ পুরুষের বিয়ের ঘটনা শুধু ভারতে কেন, পৃথিবীর কোনও দেশেই নতুন কিছু নয়। তবে, এই সব ক্ষেত্রে ওই পুরুষেরা নিজেযতই বুড়িয়ে যান না কেন, বধূ হিসেবে এক অল্পবয়সী মেয়েকেই মনোনীত করে থাকেন। এক সময়ে বাংলার ঘরে ঘরে এ ছিল এক বাস্তব চিত্র, সংস্কৃতেও এই ধরনের বিয়ে নিয়ে বৃদ্ধস্য তরুণী ভার্যা-র মতো প্রবাদ জন্ম নিয়েছে। অনেকক্ষেত্রে দরিদ্র পরিবারকে প্ররোচিত করে, টাকা দিয়ে বধূ সংগ্রহও করা হয়ে থাকে। এই ধরনের খবর মনকে বিষাদে আচ্ছন্ন করলেও এবার এক বৃদ্ধের বিয়ে নিয়ে যে খবর সামনে এল, তা মর্মান্তিক কোনও দিক থেকেই নয়!
News18
News18
advertisement

বিহারের মধুবনী জেলা থেকে এই অনন্য প্রেমের গল্প সামনে এসেছে। মধুবনী চিত্রকলায় বিয়ের আচারের উজ্জ্বল সমারোহ, জীবনেও এবার তারই প্রতিফলন দেখা গেল। এখানে ফুলপারাস ব্লকের রামনগর পঞ্চায়েতের মুশারনিয়া গ্রামে, ৭০ বছর বয়সী এক বৃদ্ধ ৬৫ বছর বয়সী এক মহিলাকে প্রেম করে বিয়ে করেছেন। সোশ্যাল মিডিয়ায় এখন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই স্টোরি। এক নজরে দেখে নেওয়া যাক ভাইরাল সেই কাহিনির নেপথ্য ঘটনা।

advertisement

আরও পড়ুন-সেপ্টেম্বরেই ‘মালামাল’…! মা দুর্গার সবচেয়ে প্রিয় এই ৪ রাশি, দু-হাত ভরিয়ে দেবেন অঢেল অর্থ-যশ-সম্পত্তি, মহালক্ষ্মী রাজযোগে ভাসবেন টাকার সমুদ্রে 

দু’জনেরই নাতি-নাতনি রয়েছে

এই প্রেমের গল্পটি কোনও সিনেমার চেয়ে কম নয়। ৭০ বছর বয়সী ওই ব্যক্তির নাম যাদব, ওরফে ঘোড়াওয়ালা। আর মহিলার নাম যোগিয়া দেবী, যিনি প্রায় ২০ বছর আগে বিধবা হয়েছিলেন। দুজনেই ভিন্ন জাতের এবং তাঁদের নিজস্ব সন্তান এবং নাতি-নাতনি রয়েছে।

advertisement

আরও পড়ুন-সেপ্টেম্বরেই লাগবে ‘লটারি’…! পুজোর আগেই ‘মালামাল’ ৩ রাশি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলে যাবে ভাগ্যের দরজা

পঞ্চায়েতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

গ্রামবাসীদের মতে, গত সাত বছর ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি গ্রামবাসীরা যখন তাঁদের একটি বাগানে আপত্তিকর পরিস্থিতিতে ধরে ফেলেন, তখন পঞ্চায়েত ডাকা হয়। পঞ্চায়েতে সিদ্ধান্ত নেওয়া হয় যে দুজনেরই বিয়ে করা উচিত। এর পরে, গ্রামবাসীদের উপস্থিতিতে দুজনেরই বিয়ে হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিয়ের পর এই খবরটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং আলোচনার বিষয় হয়ে ওঠে। কেউ কেউ এটিকে জীবনের এই পর্যায়ে প্রেমের জয় হিসেবে বিবেচনা করছেন। আবার কেউ কেউ এটিকে সামাজিক রীতিনীতির বিরুদ্ধে বলছেন। তবে, যে যা-ই বলুক না কেন, নিন্দুকদের সব যুক্তি এক কোণে ঠেলে সরিয়ে দিয়ে এই ঘটনা প্রমাণ করেছে যে সত্যিকারের প্রেমের কোনও বয়স নেই এবং কোনও সীমা নেই। এমনই এক ঘটনা নিয়ে এখন উত্তাল নেটদুনিয়া!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Love Affair: ৭ বছর ধরে গোপনে...! বয়সকে তুড়ি মেড়ে ৭০ বছরে ৬৫-র মহিলাকে বিয়ে করলেন বৃদ্ধ, প্রেমকাহিনি জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল