বাঙালি ওই মা (Mother) একেবারে ঘরে রয়েছেন৷ ঘরের মধ্যে রয়েছেন তিনি পরণে একেবারে ঘরোয়া নাইটি৷ হাতে বাঙালি বউদের মতো শাঁখা-পলা৷ সেখানে তিনি একটি শিশুকে প্রণাম কী করে করতে হয় শেখাচ্ছেন৷ মা-রাই (Mother) সন্তানের প্রথম শিক্ষক৷ তিনি তাঁর শিশুকে এই ভিডিওতে প্রণাম করতে শেখাচ্ছেন৷ তাঁর শেখানোর পদ্ধতিটাও ভারী অদ্ভুত৷ মা তাঁর খুদেকে দাঁড় করিয়ে তাঁর পায়ে হাত দিয়ে নিজের মাথা নত করে প্রণাম করছেন৷ এরপর তাঁর সন্তানকে তাঁকে প্রণাম করেছেন৷ এই মিষ্টি ও স্নেহপূর্ণ ভিডিও এখন ভাইরাল৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)...
এই ভিডিওটি (Viral Video) ফেসবুকের রাই সেন নামের একটি প্রোফাইল থেকে আপলোড হয়েছে৷ সেখানে ভিডিওটির ভিউ ১০ লক্ষের বেশি হয়েছে৷ এরপর এতে রিঅ্যাকশন অর্থাৎ নিজেদের ভালোবাসার প্রতিক্রিয়া দিয়েছেন লক্ষাধিক মানুষ৷ কমেন্ট করেছেন হাজার হাজার মানুষ৷ স্বাভাবিকভাবেই এত মিষ্টি একটি মা ও সন্তানের বন্ধনের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ারও হয়েছে দেদার৷
মা ও সন্তানের প্রেম চিরকালীন ও চিরন্তন৷ এখানের এই বাঙালি মায়ের ঘরোয়া পরিবেশে থাকা ভিডিওতে সেই সম্পর্কই ফুটে উঠেছে৷ ভাইরাল এই ভিডিওতে একটি গানও রয়েছে৷ গানের লাইনটি হল, ‘‘পারব না কোনওদিন মেটাতে তোমার ঋণ, মা বলে ডেকেছি তোমাকে’’...