সবাইকে চমকে দিয়ে হঠাৎই ঘুরে গেল ঘটনার মোড়! কথায় বলে না, জীবন মৃত্যু আঁচ করা সম্ভব নয়! এক্ষেত্রেও তেমন হল! আচমকাই কুমিড়ের মুখে কামড় বসাল জেব্রা! মুহূর্তের অসাবধনতায় শিথিল হয়ে গেল কুমিড়ের কামড়! আর এক লহমাও নষ্ট না করে নিজের সবটুকু শক্তি এক করে কুমিড়ের মুখ থেকে নিজেকে বাঁচিয়ে নদীর কিণারে চলে এল জেব্রাটি।
advertisement
দেখুন ভিডিওটি,
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল ভিডিওটি, ভিউ ছাড়িয়েছে ১৫ লাখেরও বেশি। নেটিজেনরা জেব্রার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। কেউ বলছেন,’কখনও হাল ছেড়ো না!’ কারও বা মন্তব্য, ”বেঁচে থাকার ইচ্ছা প্রতিটি জীবের মধ্যে রয়েছে।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2025 1:33 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: কুমিরের দাঁতের ফাঁকে আটকে জেব্রার মাথা,রোমহর্ষক লড়াই, তার পর যা হল, চোখ কপালে উঠবে