TRENDING:

Virat Kohli Viral Video: বিরাট কোহলির যমজ ভাই আছে জানতেন? খেলার মাঠে যা ঘটল! সত্যি জানলে অবাক হবেন!

Last Updated:

Virat Kohli Viral Video: মাঠ জুড়ে হুড়োহুড়ি পড়ে যায়! সেলফি তোলার ঝড়! বিরাটের ভাই? সত্যি জানলে চমকে যাবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  বিরাট কোহলি! ভারতীয় ক্রিকেট জগতের সুপারহিট তারকা এবং ক্রিকেটার। বিরাট কোহলি সব সময় চর্চায় আসেন। কখনও তাঁর খেলার জন্য, আবার কখনও মাঠে নানা কাণ্ড ঘটানোর জন্য। আবার কখনও বিরাটের স্টাইল হয়ে যায় চর্চার বিষয়! তবে বিরাট কোহলির টুইন ভাই ছিল জানতেন? সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে! বিরাটের ভক্তরা বার বার প্রশ্ন ছুড়ছেন, কে ইনি? সত্যিই কী বিরাট কোহলির ভাই!
advertisement

সম্প্রতি ট্যুইটারে খেলার মাঠ থেকে একটি ভিডিও শেয়ার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মাঠে খেলছেন বিরাট! আবার ঠিক ওই সময়েই গ্যালারিতে দাঁড়িয়ে ভিডিও তুলছেন অন্য আর এক বিরাট। ভারতীয় ক্রিকেট টিমের পোশাক পরে! মাথায় টুপি। চাপ দাঁড়ি সব কিছু মিলে যাচ্ছে। হাতের কাছে বিরাটকে পেয়ে সেলফি তুলতে ছুটে আসেন ভক্তরা। অবশেষে সামনে আসে একেবারে অন্য এক তথ্য।

advertisement

আসলে ভক্তরা যাকে বিরাট ভেবে ছবি তুলতে এসেছেন তাঁর নাম কার্তিক শর্মা! মুম্বইতে থাকেন। তিনি একজন ইঞ্জিনিয়ার। এবং বিরাট ভক্ত। তিনি বিরাট কোহলির ভাই নন। তবে তাঁকে দেখতে হুবহু বিরাটের মতোই। কার্তিক জানিয়েছেন, তিনি যেখানেই যান সকলে তাঁকে বিরাট ভেবে এগিয়ে আসেন। তবে সঙ্গে সঙ্গে ভুল ভাঙিয়ে দেন কার্তিক।

advertisement

আরও পড়ুন:  ভাইরাল নন্দিনীর রান্না নয়! এবার অসম-খানা খান সোনালির হেঁশেলে! তুমুল ভাইরাল

আরও পড়ুন: 

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তিনি আরও জানান, ব্যক্তিগত জীবনে তিনি বিরাটের বড় ভক্ত। বেশিরভাগ খেলাই তিনি মাঠে গিয়ে দেখেন। আর সেখানেই তাঁকে সকলে বিরাট ভেবে বসেন! তিনি চান জীবনে একবার সামনা সামনি বিরাটের সঙ্গে কথা বলতে। তবে এই ভিডিও দেখে ভক্তরা লিখেছেন, ‘মিশো থেকে অর্ডার করা বিরাট!’ কারণ মিশোতে হুবহু এক দেখতে জিনিস অনেক কম দামে পাওয়া যায়! আবার কেউ বলেছেন, কার্তিক যেন একবার হলেও বিরাটের দেখা পান। আপাতত এই ভিডিও সুপার ভাইরাল। ১০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে এই ভিডিও!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Virat Kohli Viral Video: বিরাট কোহলির যমজ ভাই আছে জানতেন? খেলার মাঠে যা ঘটল! সত্যি জানলে অবাক হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল