সম্প্রতি ট্যুইটারে খেলার মাঠ থেকে একটি ভিডিও শেয়ার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মাঠে খেলছেন বিরাট! আবার ঠিক ওই সময়েই গ্যালারিতে দাঁড়িয়ে ভিডিও তুলছেন অন্য আর এক বিরাট। ভারতীয় ক্রিকেট টিমের পোশাক পরে! মাথায় টুপি। চাপ দাঁড়ি সব কিছু মিলে যাচ্ছে। হাতের কাছে বিরাটকে পেয়ে সেলফি তুলতে ছুটে আসেন ভক্তরা। অবশেষে সামনে আসে একেবারে অন্য এক তথ্য।
advertisement
আসলে ভক্তরা যাকে বিরাট ভেবে ছবি তুলতে এসেছেন তাঁর নাম কার্তিক শর্মা! মুম্বইতে থাকেন। তিনি একজন ইঞ্জিনিয়ার। এবং বিরাট ভক্ত। তিনি বিরাট কোহলির ভাই নন। তবে তাঁকে দেখতে হুবহু বিরাটের মতোই। কার্তিক জানিয়েছেন, তিনি যেখানেই যান সকলে তাঁকে বিরাট ভেবে এগিয়ে আসেন। তবে সঙ্গে সঙ্গে ভুল ভাঙিয়ে দেন কার্তিক।
আরও পড়ুন: ভাইরাল নন্দিনীর রান্না নয়! এবার অসম-খানা খান সোনালির হেঁশেলে! তুমুল ভাইরাল
আরও পড়ুন:
তিনি আরও জানান, ব্যক্তিগত জীবনে তিনি বিরাটের বড় ভক্ত। বেশিরভাগ খেলাই তিনি মাঠে গিয়ে দেখেন। আর সেখানেই তাঁকে সকলে বিরাট ভেবে বসেন! তিনি চান জীবনে একবার সামনা সামনি বিরাটের সঙ্গে কথা বলতে। তবে এই ভিডিও দেখে ভক্তরা লিখেছেন, ‘মিশো থেকে অর্ডার করা বিরাট!’ কারণ মিশোতে হুবহু এক দেখতে জিনিস অনেক কম দামে পাওয়া যায়! আবার কেউ বলেছেন, কার্তিক যেন একবার হলেও বিরাটের দেখা পান। আপাতত এই ভিডিও সুপার ভাইরাল। ১০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে এই ভিডিও!