এই যেমন এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল একটি Optical Illusion বা ধাঁধা ! চ্যালেঞ্জটি হল আপনি এই ছবিটার মধ্যে কোন কোন সংখ্যা দেখতে পাচ্ছেন? একেক জন একেক রকম সংখ্যা দেখতে পাচ্ছেন, কিন্তু আসল সংখ্যাটা কী? সেটা খুঁজে বের করতে কালঘাম ছুটছে নেটিজেনদের!
advertisement
সম্প্রতি Benonwine নামে একটি অ্যাকাউন্ট থেকে এই Optical Illusion টি শেয়ার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে একটি ডোরাকাটা কালো রঙের চাকতি, পিছনে আবছাভাবে দেখা যাচ্ছে কিছু সংখ্যা। বেশির ভাগ মানুষই উত্তর দিয়েছেন— সংখ্যাটি 528। কিন্তু সত্যিই কি তাই? আপনি কত দেখছেন?
অধিকাংশ মানুষই কালো চাকতির মধ্যে 528 সংখ্যাটা দেখতে পাচ্ছেন। কিন্তু মন দিয়ে খুঁটিয়ে দেখুন, আদতে সংখ্যাটা হল 45283 । 4 আর 3 এই দুটো নম্বর অধিকাংশেরই নজরে আসছে না। যেহুতু চাকতিটার রং সাদা কালো, আর নম্বরগুলো সাদায় লেখা, তাই 4 আর 3, এই দুটি নম্বর ক্যামাফ্লাজ করে যাচ্ছে।