অস্ট্রেলিয়ার কিমের বিয়েতে ঘটে এই কাণ্ড! একটি রেডিও শোতে গোটা ঘটনা জানান কিম। জানা যায় যেদিন কিমের বিয়ে ছিল সেদিন সেখানে বাকি অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন কিমের মা ও শাশুড়ি! তাঁরা সব আয়োজন করছিলেন। বর এসে উপস্থিত। কিন্তু শাশুড়ি বার বার অনুরোধ করছিলেন যে আর একটু পরে বিয়ে শুরু করতে। কারণ ছেলের বাবা মানে কিমের শ্বশুর এখনও এসে পৌঁছায়নি। সকলে অপেক্ষা করতে থাকে। অবশেষে শ্বশুর আসেন। আর তারপরেই ঘটে যায় বিরাট অঘটন।
advertisement
বিদেশি কায়দায় বিয়ের আয়োজন করা হয়েছে। তার আগে কাগজে কলমে সই করে আইনি বিয়ে করতে হবে। সাক্ষী হিসেবে ছিলেন কিমের মা, শাশুড়ি ও শ্বশুরমশাই! তবে এখানেই ঘটে যায় গণ্ডগোল। কিমের স্বামী বিবাহপত্রে বরের নামের জায়গায় সই করতে গিয়ে দেখেন, তাঁর বাবা সেই জায়গায় আগেই সই করে রেখেছেন। বাধ্য হয়ে বাবার পরেই সই করতে হয় কিমের স্বামীকে।
আরও পড়ুন:
কিম জানান কাগজে কলমে তিনি শ্বশুর ও তাঁর স্বামী দু’জনকেই বিয়ে করেছেন। মজার বিষয় হল এই কাগজ তিনি এখনও ঠিক করতে পারেননি। কিম বাধ্য হয়েই দু’জনের নাম রেখেছেন স্বামীর এবং তাঁর শ্বশুরের! এই কথা শুনে হেসে খুন রেডিও জকিরা। গোটা ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মাধ্যমে। যদিও ভুল করেই সইটা করেছেন কিমের শ্বশুর। বাস্তবে ছেলের সঙ্গেই থাকছেন কিম!