TRENDING:

Viral Wedding: বিয়ের মণ্ডপে বরের সঙ্গে শ্বশুরকেও বিয়ে করে নিলেন কনে! বউ নিয়ে টানাটানি বাবা-ছেলের! ভাইরাল!

Last Updated:

Viral Wedding: শ্বশুরকেও বিয়ে করল কনে! শুধু ছেলে নয়! দু-দুটো স্বামী নিয়ে যাতা কাণ্ড! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অস্ট্রেলিয়া:  বিয়ের মরশুম মানেই নানা মজার কাণ্ড! তবে বরের বদলে বরের বাবাকে বিয়ে করে নেওয়ার ঘটনা কী খুব একটা শুনেছেন? হ্যাঁ এমন এক অবাক ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে! যুবতী বিয়ের দিন ভুল বশত স্বামীর সঙ্গে স্বামীর বাবা মানে নিজের শ্বশুরকেও বিয়ে করে ফেলেছেন। ভাবছেন তো এ কী করে সম্ভব! এটাই হয়েছে।
advertisement

অস্ট্রেলিয়ার কিমের বিয়েতে ঘটে এই কাণ্ড! একটি রেডিও শোতে গোটা ঘটনা জানান কিম। জানা যায় যেদিন কিমের বিয়ে ছিল সেদিন সেখানে বাকি অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন কিমের মা ও শাশুড়ি! তাঁরা সব আয়োজন করছিলেন। বর এসে উপস্থিত। কিন্তু শাশুড়ি বার বার অনুরোধ করছিলেন যে আর একটু পরে বিয়ে শুরু করতে। কারণ ছেলের বাবা মানে কিমের শ্বশুর এখনও এসে পৌঁছায়নি। সকলে অপেক্ষা করতে থাকে। অবশেষে শ্বশুর আসেন। আর তারপরেই ঘটে যায় বিরাট অঘটন।

advertisement

বিদেশি কায়দায় বিয়ের আয়োজন করা হয়েছে। তার আগে কাগজে কলমে সই করে আইনি বিয়ে করতে হবে। সাক্ষী হিসেবে ছিলেন কিমের মা, শাশুড়ি ও শ্বশুরমশাই! তবে এখানেই ঘটে যায় গণ্ডগোল। কিমের স্বামী বিবাহপত্রে বরের নামের জায়গায় সই করতে গিয়ে দেখেন, তাঁর বাবা সেই জায়গায় আগেই সই করে রেখেছেন। বাধ্য হয়ে বাবার পরেই সই করতে হয় কিমের স্বামীকে।

advertisement

আরও পড়ুন: 

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

কিম জানান কাগজে কলমে তিনি শ্বশুর ও তাঁর স্বামী দু’জনকেই বিয়ে করেছেন। মজার বিষয় হল এই কাগজ তিনি এখনও ঠিক করতে পারেননি। কিম বাধ্য হয়েই দু’জনের নাম রেখেছেন স্বামীর এবং তাঁর শ্বশুরের! এই কথা শুনে হেসে খুন রেডিও জকিরা। গোটা ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মাধ্যমে। যদিও ভুল করেই সইটা করেছেন কিমের শ্বশুর। বাস্তবে ছেলের সঙ্গেই থাকছেন কিম!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Wedding: বিয়ের মণ্ডপে বরের সঙ্গে শ্বশুরকেও বিয়ে করে নিলেন কনে! বউ নিয়ে টানাটানি বাবা-ছেলের! ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল