জনপ্রিয় ট্যুইটার পেজ ‘হাসনা জরুরি হ্যায়’ থেকে এই ভাইরাল ভিডিও ক্লিপটি শেয়ার করা হয়েছে। ভিডিও-র মূল আকর্ষণ হচ্ছে বর আর কনে। তবে শুধুই তাঁরা নন, তাঁদের মুখের অভিব্যক্তিও ছিল লক্ষ্য করার মতো! আচমকা এই অনভিপ্রেত ঘটনা ঘটে যাওয়ায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন নিমন্ত্রিত অতিথিরাও। কিন্তু বিয়ের আসরে বর আর কনের এহেন রাগের কারণ কী, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আসলে ঠিক কী হয়েছিল?
advertisement
পুরাতন রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সময় মালাবদলের ঠিক আগে সম্পর্কের মিষ্টত্ব বজায় রাখার জন্য বর কনেকে মিষ্টি খাওয়াতে গিয়েছিলেন। কিন্তু সকলকে চমকে দিয়ে কনে তা খেতে অস্বীকার করেন। শুধু তা-ই নয়, বরের হাত থেকে মিষ্টিটা নিয়ে সামনের দিকে ছুড়ে দেন। হবু বউয়ের এই আচরণে প্রথমে থমকালেও হাত ঝেড়ে নিজেকে সামলে নিয়েছিলেন ওই যুবক। বিষয়টা এত দূরে এসে শেষ হতে পারত। কিন্তু তা হয়নি। এর পর কনেও তাঁর হবু বরের দিকে জলের গ্লাস বাড়িয়ে দেন। কিন্তু তিনিও হবু স্ত্রীর আচরণে অসন্তুষ্ট হয়ে জল পান করতে অস্বীকার করেন। এতে আরও ক্ষিপ্ত হন কনে। খালি গ্লাসটিও সামনের দিকে আছড়ে ফেলেন তিনি। এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। অনেকেই বলাবলি করছেন যে, “বিয়ের দিনেই যদি এই অবস্থা হয়, তাহলে পরে কী হবে!”
এই ভিডিওটি নতুন করে ভাইরাল হতেই দেখা যায় লক্ষ লক্ষ ভিউ রয়েছে। এছাড়া লাইক, রিট্যুইট এবং কমেন্টও পড়েছে উপচে। এক নেটিজেন আবার বলেছেন, “দেখে মনে হচ্ছে মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করে একেবারেই সুখী না! মনে হয়, সে অন্য কারওর প্রেমে পাগল!” আর এক জন নেটাগরিক আবার মজা করে বলেছেন যে, “অতিথিদের পিছনে দাঁড়িয়ে থাকা প্রেমিককে বোধহয় রসগোল্লা আর জল খাওয়াচ্ছিলেন কনে!”