আরও পড়ুন : একই স্বামীকে বিয়ে করে সতীন হলেন ৩ বোন! রাখলেন আজব শর্ত! কারণ চমকে দেবে...
বর্তমানের এই সব ভাইরাল হওয়া ভিডিওগুলির (Viral Wedding Video) মধ্যে একটা বড় অংশ জুড়ে থাকে বিয়ে বাড়ির অনুষ্ঠান ও বর-কনের নানা ধরণের মজাদার ভিডিও (Viral Video)। এবার সেই তালিকায় নতুনভাবে সংযোজিত হল সম্প্রতি আরেকটি ভাইরাল হওয়া ভিডিও (Viral Groom Video)। ইতিমধ্যেই এই ভিডিওটি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। তুমুল ভাবে ছড়িয়ে পড়ছে এই অন্যরকম ভিডিওটি।
advertisement
আরও পড়ুন : আজব স্টেশন বটে! ট্রেনের ইঞ্জিন থাকে এক রাজ্যে, বগি অন্য রাজ্যে!
এই ভাইরাল ভিডিওটিতে (Viral Wedding Video) দেখা যাচ্ছে এক বরকে যিনি একদম নায়কের মতো নিজের বিয়েতেই “এন্ট্রি” নিচ্ছেন গান গাইতে গাইতে (Viral Groom Video)। তবে, এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি তাঁর অসাধারণ সুরের মূর্ছনায় কার্যত মাতিয়ে দিয়েছেন সবাইকে। বিয়ে করতে গিয়েই তিনি গাইলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সেই বিপুল জনপ্রিয় “চোখ তুলে দেখ না কে এসেছে” গানটি (Viral Video)। এছাড়াও, গানটিতে থাকা মহিলা কন্ঠটিও সুনিপুণ ভাবে ফুটিয়ে তোলেন তিনি।
আর এই ভিডিওটিই (Viral Groom Video) বর্তমানে মাতিয়ে দিচ্ছে নেটিজেনদের। ভিডিওটিতে আরও দেখা যায় যে, এই গানের তালে তালে পা মিলিয়েছেন সেখানে উপস্থিত অতিথি অভ্যাগতরাও। এক কথায় বিয়ে করতে যাওয়ার সময়েই জমজমাট ভাবে আসর মাতিয়ে দেন বর নিজেই। নেটিজেনদের প্রশংসাও পেয়েছেন তিনি এমন পুরোনো হিট বাংলা গানের নস্টালজিয়া উস্কে।