আরও পড়ুন : পাঁচ-পাঁচজন নারীর সঙ্গে পরকীয়া! ধরা পড়তেই 'প্রেমিকের' কপালে জুটল 'চরম' শিক্ষা
বরের সাজ হয় কোনওরকম। মেক আপ তো কোন ছাড়, সাধারণ টাচ আপ করারও তেমন সুযোগ পান না বরের। কিন্তু না। চিরাচরিত এই প্রথা বদলে দিলেন এই বাংলারই (West Bengal) এক কনে। নিজে হাতেই ভালোবাসার মানুষকে সাজিয়ে দিলেন। কনেকে সাজালেন তাঁর বন্ধুরা। আর কনে সাজালেন তাঁর হবু-বরকে (Viral Wedding Video)। বিয়ের পিঁড়িতে বসার আগে বরকে যত্ন সহকারে সাজিয়ে (Viral Video) দিলেন কনে।
advertisement
এ বছরের বিয়ের মরশুমেই ভাইরাল হয় এই ভালোবাসার দারুণ ভিডিওটি। ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল (Viral Wedding Video) হয় সেই বরসাজের ভিডিও। কনের নাম তৃষা রায়চৌধুরী। নিজের ইনস্টাগ্রাম ভিডিয়ো থেকেই তিনি এই রিলস ভিডিয়োটি শেয়ার করেছিলেন গত ১ মার্চ। দেখামাত্রই বহু মানুষ এই ভিডিয়োতে কমেন্টও করেছেন অনেক। দেখেছেন বহু নেটিজেনরাই। কেউ কেউ ভিডিও (Viral Video) দেখে বলেছেন, 'ইসস! আমারও যদি এমন একটা কেউ থাকত’!
আরও পড়ুন : বয়স হার মানুক ত্বকের তারুণ্যে, শুধু মেনে চলতে হবে এই কয়েকটা নিয়ম!
নেট-নাগরিকদের কেউ লিখলেন, “খুব সুন্দর!” আর একজন লিখলেন, “এই ভিডিয়োটা দেখে আমার মন ছুঁয়ে গেল!” অন্য এক ইউজার লিখলেন, “এই ভিডিও এত ভাইরাল হয়েছে যে, আমার যে সমস্ত বন্ধুর বিয়ের প্রতি কোনও ইচ্ছে ছিল না, তাঁরাও বলছে এখন বিয়ে (Viral Wedding Video) করবে। তোমাদের দুজনকে নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা।” অনেকে তো আবার নিজেদের প্রেমিক-প্রেমিকাকে ট্যাগ করেছেন। নিজেদের বিয়ের রাতেও এইভাবে প্রেমিকার হাতে সাজতে চেয়েছেন তাঁরা।
ভাইরাল এই ভিডিয়োর ক্যাপশনে বঙ্গকন্যা তৃষা নিজেই জানিয়েছেন যে, এই ভিডিয়োটি তোলা হয়েছিল বিদায়ের সময়। অর্থাৎ বিয়ের পরের দিন বর-কনে যেখন বেরিয়ে যাবে, তখনই সে তাঁর বরকে সুন্দর করে সাজিয়ে দেয় নিজের মনের মতো (Viral Video) করে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লিখে নিজের বরকে ট্যাগ করতে ভোলেননি তৃষা। আর সেই ভিডিওই কাঁপিয়েছে সোশ্যাল মিডিয়া।