জয়পুরের একটি বিয়েতে স্বর্গতরাই অতিথিদের আমন্ত্রণ জানাবে বলে জানিয়ে দেওয়া হল নিমন্ত্রণপত্রে। সেই কার্ড ভাইরাল (Viral Wedding Card) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অতিথিদের চক্ষু চড়কগাছ। এমন বিয়েবাড়িতে যাওয়া উচিত হবে কি না ভেবে উঠতে পারছেন না তাঁরা।
advertisement
Faiq Ateeq Kidwai-এর ফেসবুক পেজ থেকে এই কার্ডের ছবি পোস্ট করা হয়েছে। বিয়ের অনুষ্ঠান হবে আগামীকাল মানে ৯ ফেব্রুয়ারি জয়পুরে। এমনিতে সাধারণ কার্ডের সঙ্গে খুব একটা তফাত নেই। লুক, ডিজাইন প্রায় সব একই। পাত্র-পাত্রীর নাম, দু’পক্ষের পরিচয়, ঠিকানা, ইত্যাদি লেখা রয়েছে।কিন্তু গোল বেঁধেছে তারপর। কার্ডের শেষ দিকে লেখা “আমদ কে মুন্তাজির”। বাংলায় এর অর্থ হল ‘দর্শন বিলাসী’। এখানে যে সব নাম লেখা রয়েছে, তা দেখেই চমকে গিয়েছেন অতিথিরা। নিমন্ত্রণপত্র হাতে পাওয়ার পর থেকেই ভয়ে বুক কাঁপতে শুরু করেছে তাঁদের।
Photo: Facebook/Faiq Ateeq Kidwai
বিয়ের কার্ডে ‘দর্শনবিলাষী’ অংশে সাধারণত তাঁদের নাম লেখা হয়, যাঁরা অতিথি অভ্যাগতদের আমন্ত্রণ জানান। সেটা বরকর্তা হতে পারে। কিংবা বাড়ির কোনও শিশু। অনেক সময় বর বা কনের কাকা অথবা ঘনিষ্ঠ আত্মীয়দের নামও থাকে।
কিন্তু এই বিয়ের কার্ডে ‘দর্শনবিলাষী’ অংশে জীবিতদের বদলে লেখা হয়েছে মৃত ব্যক্তিদের নাম। তালিকায় রয়েছে মরহুম নূরুল হক, মরহুম লালু হক, মরহুম বাবু হক, মরহুম এজাজ হক। ‘মরহুম’ মানে সর্বশক্তিমান যাঁর প্রতি রহম করেছেন। অর্থাৎ স্বর্গীয়, মৃত। কার্ডে এঁদের নাম দেখে চমকে গিয়েছেন অতিথিরা। অবশ্য তারপর জীবিতদের নামও রয়েছে।
জয়পুরের কারবালা ময়দানে বসছে বিয়ের আসর। কার্ডে ৮ ও ৯ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠানের বিস্তারিত লেখা রয়েছে। তবে কিছু অংশ সাদা কালি দিয়ে ঢেকে দেওয়া। সেগুলো পড়া যাচ্ছে না। আপাতত মৃত ব্যক্তিরা কীভাবে স্বাগত জানাবেন সেই নিয়েই সবার কৌতূহল তুঙ্গে।
কেউ কেউ ভূতের দেখা পাবেন ভেবে রোমাঞ্চিত। কেউ আবার বিস্মিত, এমনও হয়! তবে সিংহভাগ ইউজারই বিষয়টাকে মজার ছলে দেখছেন। রসিকতাও করছেন। কমেন্ট সেকশনে একজন লিখেছেন, “যোধপুর, জয়পুরে এমন কার্ড সাধারণ। আমার কাছেও এসেছে। সেখানে চারজন ‘মরহুম’ আমাদের অপেক্ষায় রয়েছেন।” আরেকজন লিখেছেন, “কারবালার ময়দানে নিমন্ত্রণ বলে কথা, কার্ড একদম ঠিকঠাক আছে।”