‘যদি ভুলভাল কিছু ঘটে যায়’, নায়িকার সঙ্গে ধর্ষণের দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছিল খলনায়কের! শেষে ত্রাতা হয়ে এলেন সুপারস্টার অভিনেত্রীই

Last Updated:
Madhuri Dixit Rishi Kapoor Movie Trivia: বিখ্যাত খলনায়ক বা ভিলেন গোবিন্দ নামদেব একটি সাক্ষাৎকারে বলেছেন যে, ‘প্রেম গ্রন্থ’ ছবিতে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে একটি ধর্ষণের দৃশ্য করার সময় বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি।
1/7
বলিউডের ভয়ঙ্কর দোর্দণ্ডপ্রতাপ খলনায়কদের একঝলক দেখলেই যেন দর্শকদের শিরদাঁড়া বেয়ে হিমশীতল স্রোত নামে। তবে খারাপ আপত্তিকর দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে তাঁদেরও কালঘাম ছুটে যেত। কিন্তু চরিত্রের প্রয়োজন এবং পরিচালকের দাবিতে বলিউডে খলনায়কের ভূমিকায় অভিনয় করা অভিনেতারা নিজেদের যতটা সম্ভব ভয়ঙ্কর কিংবা খারাপ দেখানোর চেষ্টা করে গিয়েছেন। কিন্তু কিছু দৃশ্য করার সময় তাঁরাও নার্ভাস হয়ে পড়তেন।
বলিউডের ভয়ঙ্কর দোর্দণ্ডপ্রতাপ খলনায়কদের একঝলক দেখলেই যেন দর্শকদের শিরদাঁড়া বেয়ে হিমশীতল স্রোত নামে। তবে খারাপ আপত্তিকর দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে তাঁদেরও কালঘাম ছুটে যেত। কিন্তু চরিত্রের প্রয়োজন এবং পরিচালকের দাবিতে বলিউডে খলনায়কের ভূমিকায় অভিনয় করা অভিনেতারা নিজেদের যতটা সম্ভব ভয়ঙ্কর কিংবা খারাপ দেখানোর চেষ্টা করে গিয়েছেন। কিন্তু কিছু দৃশ্য করার সময় তাঁরাও নার্ভাস হয়ে পড়তেন।
advertisement
2/7
বিখ্যাত খলনায়ক বা ভিলেন গোবিন্দ নামদেব একটি সাক্ষাৎকারে বলেছেন যে, ‘প্রেম গ্রন্থ’ ছবিতে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে একটি ধর্ষণের দৃশ্য করার সময় বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। আর তাঁর যাতে সেই দৃশ্যটি করতে সমস্যা না হয়, তার জন্য এগিয়ে এসেছিলেন খোদ বলিউডের ‘ধক-ধক গার্ল’। তিনিই বিষয়টিকে সহজ করে দিয়েছিলেন।
বিখ্যাত খলনায়ক বা ভিলেন গোবিন্দ নামদেব একটি সাক্ষাৎকারে বলেছেন যে, ‘প্রেম গ্রন্থ’ ছবিতে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে একটি ধর্ষণের দৃশ্য করার সময় বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। আর তাঁর যাতে সেই দৃশ্যটি করতে সমস্যা না হয়, তার জন্য এগিয়ে এসেছিলেন খোদ বলিউডের ‘ধক-ধক গার্ল’। তিনিই বিষয়টিকে সহজ করে দিয়েছিলেন।
advertisement
3/7
এই ধর্ষণের দৃশ্যকে কেন্দ্র করে ‘প্রেম গ্রন্থ’ ছবিটি দীর্ঘ সময় ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে। যেখানে গোবিন্দ নামদেব অভিনীত চরিত্রটিকে মাধুরী অভিনীত চরিত্রটির সম্মানহানি করতে দেখা গিয়েছে। থমাস হার্ডির ইংরাজি উপন্যাসের উপরেই আধারিত এই ছবিটি। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল রাজীব কাপুর পরিচালিত ‘প্রেম গ্রন্থ’ ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঋষি কাপুর এবং মাধুরী দীক্ষিত।
এই ধর্ষণের দৃশ্যকে কেন্দ্র করে ‘প্রেম গ্রন্থ’ ছবিটি দীর্ঘ সময় ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে। যেখানে গোবিন্দ নামদেব অভিনীত চরিত্রটিকে মাধুরী অভিনীত চরিত্রটির সম্মানহানি করতে দেখা গিয়েছে। থমাস হার্ডির ইংরাজি উপন্যাসের উপরেই আধারিত এই ছবিটি। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল রাজীব কাপুর পরিচালিত ‘প্রেম গ্রন্থ’ ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঋষি কাপুর এবং মাধুরী দীক্ষিত।
advertisement
4/7
‘হিন্দি রাশ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ নামদেব বলেছিলেন যে, ওই ছবির ধর্ষণের দৃশ্য শ্যুটিং করার সময় থেকেই মাধুরী দীক্ষিতের ভক্ত হয়ে গিয়েছিলেন তিনি। অভিনেতার কথায়, “এই বিষয়ে আমি মাধুরীর ভক্ত হয়ে উঠেছিলাম। যদি একজন নবাগত অভিনেতা নার্ভাস থাকেন এবং তিনি যদি সেরা মানের অভিনেত্রীর কাছ থেকে সাহায্য পান, তাহলে সেই নতুন অভিনেতা কিন্তু নিজের ১০০ শতাংশই দিতে পারেন।”
‘হিন্দি রাশ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ নামদেব বলেছিলেন যে, ওই ছবির ধর্ষণের দৃশ্য শ্যুটিং করার সময় থেকেই মাধুরী দীক্ষিতের ভক্ত হয়ে গিয়েছিলেন তিনি। অভিনেতার কথায়, “এই বিষয়ে আমি মাধুরীর ভক্ত হয়ে উঠেছিলাম। যদি একজন নবাগত অভিনেতা নার্ভাস থাকেন এবং তিনি যদি সেরা মানের অভিনেত্রীর কাছ থেকে সাহায্য পান, তাহলে সেই নতুন অভিনেতা কিন্তু নিজের ১০০ শতাংশই দিতে পারেন।”
advertisement
5/7
গোবিন্দ নামদেব আরও বলেন যে, “সাধারণত এমনটা ঘটে না। অভিনেত্রীরা সাধারণত নিজেদের স্টারডমের উপরেই মনোনিবেশ করেন। কিন্তু গোড়ার দিক থেকেই আমায় সাহায্য করেছিলেন মাধুরী। ওঁর আচরণ আমায় আশ্বস্ত করেছে। সব শেষে একদম ঠিক ভাবেই আমি ওই দৃশ্যের শ্যুটিং শেষ করতে পেরেছি।”
গোবিন্দ নামদেব আরও বলেন যে, “সাধারণত এমনটা ঘটে না। অভিনেত্রীরা সাধারণত নিজেদের স্টারডমের উপরেই মনোনিবেশ করেন। কিন্তু গোড়ার দিক থেকেই আমায় সাহায্য করেছিলেন মাধুরী। ওঁর আচরণ আমায় আশ্বস্ত করেছে। সব শেষে একদম ঠিক ভাবেই আমি ওই দৃশ্যের শ্যুটিং শেষ করতে পেরেছি।”
advertisement
6/7
বিতর্কিত ওই দৃশ্যের শ্যুটিংয়ের স্মৃতিচারণ করেন গোবিন্দ নামদেব। বলেন, “ওঁর সামনে এসে হাতজোড় করে বলেছিলাম যে, ‘আমি এটা করতে যাচ্ছি’। আর উনি বলেছিলেন যে, ‘হ্যাঁ ঠিক আছে’। আসলে আমি ভয় পেয়েছিলাম যে, কোনও সমস্যা হলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে।”
বিতর্কিত ওই দৃশ্যের শ্যুটিংয়ের স্মৃতিচারণ করেন গোবিন্দ নামদেব। বলেন, “ওঁর সামনে এসে হাতজোড় করে বলেছিলাম যে, ‘আমি এটা করতে যাচ্ছি’। আর উনি বলেছিলেন যে, ‘হ্যাঁ ঠিক আছে’। আসলে আমি ভয় পেয়েছিলাম যে, কোনও সমস্যা হলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে।”
advertisement
7/7
প্রসঙ্গত, বেশিরভাগ ছবিতেই খল চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ নামদেব। ডেভিড ধওয়ানের ‘শোলা অওর শবনম’ ছবির হাত ধরে রুপোলি জগতে পদার্পণ করেছিলেন। ‘সরফরোশ’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘দম মারো দম’, ‘ওয়ান্টেড’, ‘সত্যা’, ‘ওএমজি’, ‘ওএমজি ২’-র মতো ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল গোবিন্দ নামদেবকে।
প্রসঙ্গত, বেশিরভাগ ছবিতেই খল চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ নামদেব। ডেভিড ধওয়ানের ‘শোলা অওর শবনম’ ছবির হাত ধরে রুপোলি জগতে পদার্পণ করেছিলেন। ‘সরফরোশ’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘দম মারো দম’, ‘ওয়ান্টেড’, ‘সত্যা’, ‘ওএমজি’, ‘ওএমজি ২’-র মতো ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল গোবিন্দ নামদেবকে।
advertisement
advertisement
advertisement