TRENDING:

Viral: আমন্ত্রণ জানানোর পাশাপাশি জানানো হয়েছে এক অনন্য আবেদনও! ভোটের মরশুমে পুলিশকর্মীর বোনের বিয়ের কার্ড নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে

Last Updated:

জানা গিয়েছে যে, মধ্য প্রদেশের দামোহ এলাকার বিয়ের কার্ড সেটি। আসলে বিয়ের কার্ডের মাধ্যমে অভিনব কায়দায় মানুষের মধ্যে ভোটদানের বিষয়ে সচেতনতা গড়ে তোলাই লক্ষ্য। আর গোটা বিষয়টাই মানুষের প্রশংসা কুড়িয়ে নিচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দামোহ, মধ্যপ্রদেশ: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। আর ভোটের এই মরশুমে বিয়ের অনুষ্ঠানও যেন একটা আলাদাই মাত্রা পেয়েছে। জায়গায় জায়গায় ভোট সংক্রান্ত বিষয়ে অনন্য সব ঘটনা ঘটছে। আর এই ভোটের মরশুমের মধ্যেই একটি বিয়ের কার্ড ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জানা গিয়েছে যে, মধ্যপ্রদেশের দামোহ এলাকার বিয়ের কার্ড সেটি। আসলে বিয়ের কার্ডের মাধ্যমে অভিনব কায়দায় মানুষের মধ্যে ভোটদানের বিষয়ে সচেতনতা গড়ে তোলাই লক্ষ্য। আর গোটা বিষয়টাই মানুষের প্রশংসা কুড়িয়ে নিচ্ছে।
ভোটের মরশুমে পুলিশকর্মীর বোনের এই বিয়ের কার্ড নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে
ভোটের মরশুমে পুলিশকর্মীর বোনের এই বিয়ের কার্ড নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে
advertisement

এমনিতে জেলা প্রশাসনের তরফে প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এর জন্য ভোটের স্লিপ তো দেওয়া হচ্ছেই, সেই সঙ্গে দেওয়ালে দেওয়ালে স্লোগান লিখে ভোটদানের বিষয়ে সচেতনতা সৃষ্টি করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন– ‘পার্থ চট্টোপাধ্যায়ের জন্যই এটা হয়েছে, এর জন্য দলকে কেন বিড়ম্বনায় পড়তে হবে?’ এসএসসি মামলার রায় ঘোষণার পরে বিস্ফোরক কুণাল

advertisement

আর জেলা প্রশাসনের এহেন সচেতনতামূলক পদক্ষেপ থেকে অনুপ্রেরণা পেয়ে হাটা থানার কনস্টেবল মণীশ সেন তাঁর নিজের বোনের বিয়ের কার্ডে সকলকে ভোট দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। মণীশের বোন আরতির বিয়ে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। আর সেখানে ভোট হবে আগামী ২৬ এপ্রিল। কনস্টেবল মণীশের মতে, এই চিন্তাভাবনার পিছনে আদতে রয়েছেন তাঁর বোনই। যা আজ মানুষকে ভোটদানের বিষয়ে সচেতন করছে। আর যাঁদের হাতেই সেই আমন্ত্রণপত্র পড়েছে, তাঁরা এর প্রশংসা না করে থাকতেই পারেননি!

advertisement

আরও পড়ুন– দুর্ঘটনার আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে ! মৃত্যু হয় পঙ্কজ ত্রিপাঠির ভগ্নিপতির, আশঙ্কাজনক অভিনেতার বোন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আসলে ভোট দেওয়ার অর্থ কেবলমাত্র বোতাম টেপা নয়। কারণ ভোট দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষ নিজের পছন্দের সরকারকে বেছে নিতে সক্ষম হন। যেসব বাড়িতে আরতির বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছেছে, সেখানকার মানুষ কার্ডে লেখা আবেদন পড়ে খুবই প্রশংসা করছেন। কনস্টেবল মণীশ সেন বলেন যে, ‘‘বোন আরতির বিয়ে হতে চলেছে ২৩ এপ্রিল। সেই কারণে আমি বর্তমানে সাগরে রয়েছি। কারণ সাগর থেকেই আমার বোনের বিয়ে হচ্ছে। তবে ভোটারদের কাছে আমার পরিবার যে আবেদন করেছে, তা সকলেই কার্যকর করার চেষ্টা করুন। এটাই আমার আবেদন।’’ হাটা থানার উপ-পরিদর্শক শত্রুঘ্ন দুবেও এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: আমন্ত্রণ জানানোর পাশাপাশি জানানো হয়েছে এক অনন্য আবেদনও! ভোটের মরশুমে পুলিশকর্মীর বোনের বিয়ের কার্ড নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল