সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছেন নদীর ধারে! সেখানে এক মহিলা মাছ ধরছেন। ছোট জাল নদীতে ফেলে চিংড়ি মাছ ধরছেন সেই মহিলা! আর সেই মাছ ধরা দেখতে খুব আগ্রহ দেখাচ্ছেন স্বামী স্ত্রী! এই পর্যন্ত ঠিক ছিল!
আরও পড়ুন: বালিশের তলে লোহার তালা রেখে ঘুমিয়ে পড়ুন! দেখুন তারপর কী ঘটে! চমকে যাবেন
advertisement
ভদ্রলোক আবার গোটা বিষয়টা ভিডিও করছিলেন। আর সেই ভিডিওর শেষে এমন জিনিস সামনে এল যা না দেখলেই বড় মিস করবেন!
ভিডিওতে দেখা যাচ্ছে মাছ ধরা চলছে। মাছ ধরছিলেন যে মহিলা সে হাতে করে দেখাতে যাবেন কী মাছ উঠেছে আর সেই মুহূর্তেই ঘটে গেল মহা কাণ্ড! হঠাৎ করে কে যেন একটা গড়িয়ে সোজা জলে! যিনি ভিডিও করছিলেন তিনি চিৎকার করে বলে উঠলেন, ‘গেল গেল পাগল বউ কী যে করে!’ ততক্ষণে তার স্ত্রী পিছলে গিয়ে নদীর জলে চিৎপাত! এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হয়েছে ভ্লগার রানু নামের পেগ থেকে! আসতেই কয়েক লক্ষ ভিউ হয়েছে। কয়েক লক্ষ মানুষ শেয়ার করেছেন!