ওই মহিলার দাবি, তাঁর বয়ফ্রেন্ডের নাম জনি। কিন্তু তাঁর বয়ফ্রেন্ডের বিষয়টি নিয়ে কোনও আপত্তি নেই। এমনকী নিজের বয়ফ্রেন্ডের সঙ্গেও পছন্দের চাদর ভাগাভাগি করতে পিছপা হননি ওই তরুণী।
ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের বাসিন্দা প্যাস্কেল সেলিক ২০১৯ সালে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিয়ে করেন নিজের বিছানার চাদরকে। সব থেকে অবাক করে দেওয়ার বিষয় হল, মহিলার যখন এই অদ্ভুত বিয়ে করেছিলেন, তখন তিনি তাঁর পরিবার এবং বন্ধুদেরও সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি তাঁর প্রেমিকও এই বিয়েতে হাজির হয়েছিলেন।
advertisement
এক সাক্ষাৎকারে ওই মহিলা জানিয়েছেন, সুখী হওয়ার জন্য কোনও ব্যক্তির সঙ্গে সম্পর্কের প্রয়োজন নেই। এই বিয়ে নিয়ে তাঁর প্রেমিক কোনও আপত্তি জানাননি। ওই মহিলা আরও জানান, তিনি যখন পরে তাঁর বয়ফ্রেন্ডকে বিয়ে করবেন, তখন এই চাদরও তাঁদের সঙ্গে থাকবে। অর্থাৎ কোনও মতেই তিনি এই চাদর হাতছাড়া করবেন না।
আরও পড়ুন, ১৯ জানুয়ারি রাজ্যে আসছেন নাড্ডা, নদীয়ায় করবেন সভা
আরও পড়ুন, বিপজ্জনক সেই বেসরকারি হোটেল ভাঙার কাজ শুরু, ধীরে ধীরে ক্ষতিপূরণ-জট কাটছে জোশীমঠে
তবে ওই মহিলার কীর্তি গোটা নেটদুনিয়ায় ভাইরাল। সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরাও হাসিঠাট্টায় মেতে ওঠেন। অনেকেই বলেন, এ টা কী করে সম্ভব। অনেকে এও দাবি করেন যে, ওই যুবতী প্রচার পাওয়ার জন্য এমন করেছেন।
