পাশার একটি ভিডিও নিয়ে শোরগোল তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অর্ন্তবাস কিনবে বলে একটি শপিং মলে গিয়েছেন পাশা। হঠাৎ করেই সেখানে মেয়েদের অর্ন্তবাস দেখতে চলে আসেন এক যুবক। পাশাকে দেখেই চোখ ছানাবড়া যুবকের। পাশাকে দেখেই সে ইশারা করে বলে এই অর্ন্তবাসটি তাঁর জন্য ভালো নয়। এর পর পাশা একের পর এক অর্ন্তবাস হাতে তুলে যুবককে দেখাতে থাকেন। যুবক ইশারা করে বলতে থাকেন কোনটা ভালো, কোনটা খারাপ। এমন সময় হঠাৎ ওই যুবকের বউ চলে আসেন সেখানে। ব্যস সব ঘেটে ঘ। বউকে দেখেই অবাক হয়ে চমকে যান যুবক। এর পর আর পাশার দিকে তাকান না। বউয়ের হাত ধরে বেরিয়ে যান মল থেকে। কিন্তু যেতে যেতে চোখের ইশারায় পাশাকে ইজের বউয়ের সঙ্গে আলাপ করান। মজার বিষয়টা শুরু হয় এখান থেকেই।
advertisement
কয়েক মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিওটির। তবে এটি কোনও আচমকা ঘটনা নয়। ভেবে চিন্তেই এই ভিডিও বানিয়েছেন পাশা। যে যুবককে ওই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি আসলে পাশার স্বামী। তাঁরা দু'জনে এই ধরনের মজার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দু'জনেই জনপ্রিয় ডিজে। তাঁদের বিয়ের ছবিতেও ভরে রয়েছে ইনস্টাগ্রাম। এই মজার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছেন।