TRENDING:

বানরের মত বাদুড়! অদ্ভুত ভিডিও দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না

Last Updated:

পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যা আমরা কখনও চোখেই দেখিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যা আমরা কখনও চোখেই দেখিনি বা  যাদের দেখলে বোঝা যায় যে পৃথিবী কতটা বৈচিত্রময় । এমন অনেক প্রাণী আছে যাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের বিন্দু মাত্র ধারণা নেই । এই রকমই এক প্রাণীর ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
advertisement

সম্প্রতি এক ট্যুইটার অ্যাকাউন্ট থেকে  একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যাতে একটি অদ্ভুত প্রাণীকে এক ব্যক্তির পিঠে ঝুলতে দেখা গিয়েছে। অদ্ভুত প্রাণীটিকে এক নজরে দেখে একটি স্তন্যপায়ী প্রাণী বলেই মনে হবে । মানুষের পিঠে ঝোলা এই প্রাণীটিকে দেখতে অনেকটা বাদুড়ের মত। ভিডিওর  প্রাণীটির কোনও ডানা নেই  এবং দেখতে আকারে ছোট ।

advertisement

আরও পড়ুন: ৫০ বছরে মা! শুনতে অবাক লাগলেও একাই সন্তানের জন্ম দিয়ে নজির কেলি ক্লার্কের

বরং এর শরীর ও হাতের মাঝখানে একটা চামড়া লেগে আছে, যা দেখতে অনেকটা প্যারাগ্লাইডারের মতো। তার হাতের নখের সঙ্গে চামড়া লেগে আছে, যেমন টিকটিকি অন্যান্য প্রাণীর থাকে। আরও ভাল করে দেখলে বোঝা যাবে প্রাণীটির চোখও কিন্তু বেশ বড় বড়।

advertisement

আরও পড়ুন: সারমেয়র কোলে জন্ম নিল ছাগল শিশু! বিহারের ঘটনায় তোলপাড় নেটমাধ্যম, রইল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর জাঁকজমকে বারাসাতকে টেক্কা! এই বছর নজর কাড়ল মধ্যমগ্রামের কোন কোন মণ্ডপ?
আরও দেখুন

আসুন জানা যাক যে আসলে এই প্রাণীটির নাম কী? এর নাম ক্যালুগোস, যা এক ধরনের গ্লাইডিং স্তন্যপায়ী প্রাণী। এরা এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দেয়, তাই তাদের শরীর গ্লাইডারের মতো। আগে এদের  বাদুড়ের ঘনিষ্ঠ আত্মীয় বলে মনে করা হলেও পরে জেনেটিক তথ্য থেকে পাওয়া গিয়েছে যে এরা আদপে প্রাইমেট অর্থাৎ বানর প্রজাতির প্রাণীর সাথে সম্পর্কিত।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বানরের মত বাদুড়! অদ্ভুত ভিডিও দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল