সম্প্রতি এক ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যাতে একটি অদ্ভুত প্রাণীকে এক ব্যক্তির পিঠে ঝুলতে দেখা গিয়েছে। অদ্ভুত প্রাণীটিকে এক নজরে দেখে একটি স্তন্যপায়ী প্রাণী বলেই মনে হবে । মানুষের পিঠে ঝোলা এই প্রাণীটিকে দেখতে অনেকটা বাদুড়ের মত। ভিডিওর প্রাণীটির কোনও ডানা নেই এবং দেখতে আকারে ছোট ।
advertisement
আরও পড়ুন: ৫০ বছরে মা! শুনতে অবাক লাগলেও একাই সন্তানের জন্ম দিয়ে নজির কেলি ক্লার্কের
বরং এর শরীর ও হাতের মাঝখানে একটা চামড়া লেগে আছে, যা দেখতে অনেকটা প্যারাগ্লাইডারের মতো। তার হাতের নখের সঙ্গে চামড়া লেগে আছে, যেমন টিকটিকি অন্যান্য প্রাণীর থাকে। আরও ভাল করে দেখলে বোঝা যাবে প্রাণীটির চোখও কিন্তু বেশ বড় বড়।
আরও পড়ুন: সারমেয়র কোলে জন্ম নিল ছাগল শিশু! বিহারের ঘটনায় তোলপাড় নেটমাধ্যম, রইল ভিডিও
আসুন জানা যাক যে আসলে এই প্রাণীটির নাম কী? এর নাম ক্যালুগোস, যা এক ধরনের গ্লাইডিং স্তন্যপায়ী প্রাণী। এরা এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দেয়, তাই তাদের শরীর গ্লাইডারের মতো। আগে এদের বাদুড়ের ঘনিষ্ঠ আত্মীয় বলে মনে করা হলেও পরে জেনেটিক তথ্য থেকে পাওয়া গিয়েছে যে এরা আদপে প্রাইমেট অর্থাৎ বানর প্রজাতির প্রাণীর সাথে সম্পর্কিত।