পাকিস্তানের লাহোরে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানেই ফের একবার চর্চায় আসে লতাজির গান। শীত কাল মানেই বিয়ের মরশুম। দীর্ঘ সময় করোনা ভাইরাসের জন্য মানুষ খুব ছোট করেই বিয়ের অনুষ্ঠান পালন করেছেন। কিন্তু করোনা এখন আর আতঙ্ক নয়। তাই সব জায়গাতেই বিয়ে ফিরেছে নিজের ছন্দে। আর এই লাহোরের বিয়েতে আয়েষা নামের এক কন্যে মাতিয়ে দিয়েছেন সোশ্যাল মাধ্যম।
advertisement
আরও পড়ুন: মিঠাই-সিডের ছেলে শাক্যর আসল পরিচয় জানেন? খুদেকে চেনেন মোদিও! গান শুনলে চমকে যাবেন!
লতাজির গান, "মেরা দিল ইয়ে পুকারে' গানে দারুণ ভঙ্গিমায় নেচে মাতিয়েছেন আয়েষা। পরনে সালোয়ার কামিজ, খোলা চুল। খুব স্বাভাবিক ছন্দে নেচে চলেছেন এই কনে। যা দেখে শুধু বিয়ে বাড়ির লোকেরাই মুগ্ধ হননি। সোশ্যাল মাধ্যমেও ছড়িয়ে পড়েছে মুগ্ধতা। বহু মানুষ এই ভিডিও দেখেছেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিও। সকলেই প্রশংসায় মেতেছেন!